Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

‘আমাদের সঙ্গেই রয়েছ তুমি’, প্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট বুমরাহর

দেখে নিন বুমরাহর পোস্ট।

India pacer Jasprit Bumrah penned an emotional note for his late father । Sangbad Pratidin

বুমরাহ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 17, 2024 12:44 pm
  • Updated:January 17, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাবার প্রতি আবেগঘন পোস্ট করলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি।
মাঠে তিনি বল হাতে চমক দেখাচ্ছেন না ঠিকই কিন্তু সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চর্চা হচ্ছে নিরন্তর। বুমরাহ লিখেছেন, তাঁর বাবার না থাকা চিরকাল অনুভূত হবে। তাঁর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি রয়ে গিয়েছেন বুমরাহদের সঙ্গেই। ভারতের তারকা বোলারের উপলব্ধি এমনটাই। 

 

Advertisement

[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]

জশপ্রীত বুমরাহ ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ”আমাদের জীবনে তোমার অনুপস্থিতি চিরকাল অনুভূত হবে। বাবা হওয়ার পরে বুঝতে পারি বাবার আবেগ। আমার জীবনে আমি সেই অভাব বোধ করি। তোমার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো মনে করতে চাই। আশা রাখি তুমি রয়ে গিয়েছ আমাদের সঙ্গেই।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুম্যাচের টেস্ট সিরিজ খেলার পরে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার দলে ফিরবেন বুমরাহ। ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

[আরও পড়ুন: রামমন্দিরই স্বপ্ন! বাবরি ধ্বংসের পর ৩১ বছর খালি পায়ে সাইকেলে দেশভ্রমণ দামোদরজির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement