Advertisement
Advertisement
হোয়াইটওয়াশ

প্রতিরোধ গড়তে ব্যর্থ প্রোটিয়ারা, তৃতীয় টেস্টে ভারতের জয় সময়ের অপেক্ষা

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার পথে ভারত।

India on verge of defeating South Africa in third test
Published by: Subhajit Mandal
  • Posted:October 21, 2019 5:22 pm
  • Updated:October 21, 2019 5:22 pm  

ভারত: ৪৯৭/৯ ডিক্লেয়ার (রোহিত-২১২*, রাহানে-১১৫, জাদেজা-৫১)
দক্ষিণ আফ্রিকা: ১৬২, ১৩২-৮ (লিন্ডে ২৭, ডি ব্রুইন ৩০)

ভারত ২০৩ রানে এগিয়ে

Advertisement

তৃতীয় দিনের খেলা শেষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের রিপ্লে রাঁচির মাঠে। কোনওরকম কোনও প্রতিরোধ নেই দক্ষিণ আফ্রিকার। অভিজ্ঞ-অনভিজ্ঞ, নবীন-প্রবীণ কোনও ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারলেন না। ফলস্বরূপ, রাঁচিতে হোয়াইটওয়াশ শুধু সময়ের অপেক্ষা। আগামিকাল প্রথম সেশনেই হয়তো কাঙ্ক্ষিত জয় চলে আসবে ভারতের ঝুলিতে।

ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৬২ তে শেষ। এদিন সকালে ১৬ রানে তিন উইকেট যাওয়ার পর বাভুমার সঙ্গে হামজার জুটি জমে ওঠে। ৯১ রানের সেই জুটি হয়তো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিল প্রোটিয়াদের। কিন্তু, হামজার একটি ভুল সেই স্বপ্ন চুরমার করে দিল। ৩টি উইকেট ছেড়ে দিয়ে শট খেলতে গেলেন তিনি। যার ফল, জাদেজার বল সোজা গিয়ে লাগল উইকেটে। হামজার ভুল থেকে  শিক্ষা নিলেন না বাভুমাও। নাদিমের বলকে উইকেট ছেড়ে বেরিয়ে বড় স্ট্রোক খেলতে গেলেন। লাইন মিস করতে উইকেটে পিছনে বাকি কাজটা সারলেন ঋদ্ধি। ব্যস, এরপরই ফের খুলে গেল উইকেটের দরজা। ১৩৬ রানে গেল আট উইকেট। তারপর খানিক প্রতিরোধ গড়লেন জর্জ লিন্ডে এবং ড্যান পিট। তাঁদের জুটি ভাঙতেই ১৬২ রানে প্রথম ইনিংস শেষ আফ্রিকার।প্রথম ইনিংসে ভারত লিড পেল ৩৩৫ রানে। প্রথম ইনিংসে উমেশ পেলেন ৩ উইকেট। দুটি করে উইকেট নাদিম, শামি আর জাদেজার।


[আরও পড়ুন: পাঁচ ছক্কা হাঁকিয়ে ৩১ রান, বিশ্বকে চমকে দিয়ে শচীনের বিরল রেকর্ড ছুঁলেন উমেশ]

দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। প্রতিরোধ গড়ার যেন কোনও ইচ্ছাই নেই টিম দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক ফাফ ডু প্লেসির মতো গোটা ব্যাটিং লাইন-আপটাই চূড়ান্ত ফ্লপ। দ্বিতীয় ইনিংসে গোদের উপর বিষফোঁড়া হল টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার একমাত্র ফর্মে থাকা ব্যাটসম্যান এলগারের চোট। উমেশ যাদবের বাউন্সার তাঁর হেলমেটে লাগায় তিনি আর মাঠে নামতে পারেননি। যার ফলে, যেটুকু প্রতিরোধ হওয়ার ছিল, সেটুকুও হল না। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে দশ রানের গণ্ডি পেরলেন মাত্র একজন। বাকিরা আয়ারাম-গয়ারাম। শেষদিকে আবার সেই লিন্ডে-পিট আর ডি ব্রুইন খানিক প্রতিরোধ গড়লেন। লিন্ডে ২৭, পিট ২৩ রান করলেন, ডি ব্রুইন ৩০ রানে অপরাজিত। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের স্কোর ৮ উইকেটে ১৩২ রান।

[আরও পড়ুন: শুরুতেই জোড়া ধাক্কা, ভারতের বিরাট রানের সামনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা ]

এত ভাল খবরের মধ্যে অবশ্য একটি খারাপ খবরও আছে। চোটের জন্য এদিন মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। সদ্যই চোট সারিয়ে এই সিরিজে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ঋদ্ধি। আপাতত দুর্দান্ত ছন্দে তিনি। কিন্তু, তাঁর এই চোট বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগে ভারতের পক্ষে বড় ধাক্কা হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement