কোহলি ও রোহিত। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়ক থাকলে হায়দরাবাদ টেস্ট হারতে হত না ভারতীয় দলকে। কোহলির অভাব অনুভূত হয়েছে বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughn)। তাঁর মতে খেলা চলাকালীন রোহিত শর্মার ক্যাপ্টেন্সি সুইচ অফ হয়ে যেত।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একসময়ে ভারত ভালো জায়গায় ছিল। সেখান থেকে ম্যাচটা হারতে হয়। প্রথম দুটো টেস্টে নামবেন না, একথা আগেই জানিয়েছিলেন কোহলি। সেই বিরাটের অভাব বোধ হয়েছে প্রথম টেস্টে। ভন বলছেন, ”টেস্ট ক্রিকেটে কোহলির নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে।
বিরাট ক্যাপ্টেন থাকলে ম্যাচটা হয়তো ভারত হারত না।”
ভালো জায়গায় থেকেও ম্যাচটা হারতে হওয়ায় ভনকে প্রশ্ন করা হয়, ঘরের মাঠে কি ভারতীয় দলের পতন শুরু হল? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলছেন, ”রোহিত কিংবদন্তি এবং গ্রেট প্লেয়ার। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে খেলার মধ্যে সুইচ অফ হয়ে যায়। রোহিত গড়পরতা অধিনায়ক। ফিল্ডিং ঠিকঠাক সাজায়নি রোহিত। অলি পোপের সুইপ বা রিভার্স সুইপের কোনও জবাব ছিল না রোহিতের কাছে।”
ইংল্যান্ডের ব্যাটাররা যখন ভারতীয় বোলিংকে সহজ ভাবে খেলছে, তখন রোহিত শর্মা উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিতে পারেননি বলে জানিয়েছেন ভন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.