Advertisement
Advertisement

Breaking News

India vs South Africa

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হার ভারতের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর্যুদস্ত রোহিতরা

ব্যাটিং বিপর্যয়ে হার ভারতের।

India lose to South Africa in T20 World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 30, 2022 8:10 pm
  • Updated:October 30, 2022 8:26 pm  

ভারত: ১৩৩/৯ (সূর্যকুমার ৬৮, এনগিডি ৪/২৯, পার্নেল ৩/১৫)

দক্ষিণ আফ্রিকা: ১৩৭/৫ (মিলার ৫৯, মার্করাম ৫২, অর্শদীপ ২/২৫)

Advertisement

দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) প্রথমবার ম্যাচ হারল ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেল মেন ইন ব্লু। পয়েন্ট টেবিলেও দুই নম্বরে নেমে গেলেন রোহিত শর্মারা। ব্যাটিং বিপর্যয়েই হার মানতে হল ভারতকে। পারথের গতিময় পিচে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) পেসারদের সামনে দাঁড়াতেই পারলেন না রোহিত-রাহুলরা।

টানা দু’ম্যাচ জিতে পারথে পা রেখেছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারথেই প্রস্তুতি শিবির করেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে ভারতের প্রস্তুতি কোনও কাজেই লাগল না। একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া কেউই ক্রিজে টিকতে পারেননি। কুড়ি রানের গণ্ডিও পেরতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। একা ৬৮ রানের ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন সূর্য।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। বাড়তি ব্যাটার খেলানোর জন্য অক্ষর পটেলকে বসিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় দলে আসেন দীপক হুডা। ইনিংস শুরু হওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। দক্ষিণ আফ্রিকার বোলারদের গতিতে বেসামাল হয়ে পড়ে রোহিত ব্রিগেড। পঞ্চম ওভারেই ফিরে যান রোহিত। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও এদিন তাঁর সংগ্রহ ১৫ রান। ফের ব্যর্থ হলেন কে এল রাহুলও। মাত্র ৯ রান করে ফিরে যান তিনি।

[আরও পড়ুন: ফের কলকাতা লিগ জয় মহমেডানের, টানা দু’বার খেতাব জিতে ইতিহাস মার্কাসদের]

দুরন্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ হলেন বিরাট কোহলি। ভক্তদের মনে খানিকটা সাড়া জাগালেও মাত্র ১২ রান করেই ফিরতে হয় তাঁকে। তবে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে পালটা লড়াই শুরু করেন সূর্যকুমার। মাত্র ৪০ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। দীনেশ কার্তিকের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন তিনি। মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন লুনগি এনগিডি। তিন উইকেট ওয়েন পার্নেলের।

নির্ধারিত কুড়ি ওভারের শেষে ১৩৩ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুতেই ধাক্কা দেন অর্শদীপ সিং। একই ওভারে দু’টি উইকেট তুলে নেন তরুণ পেসার। প্রথম দিকে বেশ আঁটসাট বোলিং করে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংকে আটকে রেখেছিলেন ভারতীয় বোলাররা। দশ ওভারের শেষে মাত্র ৪০ রান তুলেছিল প্রোটিয়ারা।

এরপরেই দক্ষিণ আফ্রিকা ইনিংসের হাল ধরেন এডেন মার্করাম ও ডেভিড মিলার।৩৫ রানের মাথায় মার্করামের সহজ ক্যাচ ফস্কান বিরাট।তারপর ৭৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনে এই জুটি। হাফসেঞ্চুরি হাঁকান মার্করাম-মিলার দু’জনেই। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতে পারত রোহিত ব্রিগেড। তবে পরের দুই ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। সেমিফাইনালে গেলেও ব্যাটিং নিয়ে ভারতীয় সমর্থকদের চিন্তা রয়েই যাবে।

[আরও পড়ুন:বিশ্বকাপে পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচ রক্তারক্তি কাণ্ড, রউফের বাউন্সারে আহত ডাচ ব্যাটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement