Advertisement
Advertisement
India vs Pakistan World Cup

১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাক মহারণ! ইডেনেও বিশ্বকাপের ম্যাচ খেলবেন বাবররা

ভারতের ৯টি শহরে ম্যাচ খেলবেন রোহিতরা।

India likely to face Pakistan on 15th October at Ahmedabad in ICC World Cup | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 12, 2023 1:09 pm
  • Updated:June 12, 2023 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনাল শেষ হতেই ওয়ানডে বিশ্বকাপের (ICC World Cup) দামামা বেজে গেল। জানা গিয়েছে, বিশ্বকাপ ম্যাচের সূচির প্রাথমিক খসড়া জমা দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, ১৫ অক্টোবর মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। প্রতিবেশী দেশের আপত্তি উড়িয়ে আহমেদাবাদেই এই ম্যাচের আয়োজন করবে বিসিসিআই। সেই সঙ্গে ইডেনেও (Eden Gardens) ম্যাচ খেলতে আসবেন বাবর আজমরা।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ইডেনের মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত (India Cricket Team)। নয়া খসড়াতেও সেরকমই উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। ভারতের ৯টি আলাদা শহরে গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবেন রোহিত শর্মারা। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। 

Advertisement

[আরও পড়ুন: ‘চুপ করে থাকলে…’ WTC ফাইনাল হারের পর পোস্ট বিরাটের, সমালোচকদের কী বার্তা কিংয়ের?]

বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) ক্রীড়াসূচিও জানা গিয়েছে সূত্র মারফত। টুর্নামেন্টের শুরুতেই কোয়ালিফায়ার খেলে আসা দুই দলের মুখোমুখি হবেন বাবর আজমরা। তারপরেই ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাক মহারণ। পাক বোর্ডের পছন্দমতো কেন্দ্রগুলিতেই পাকিস্তানের ম্যাচ দেওয়া হয়েছে। সূত্রের খবর চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতাতে দু’টি করে ম্যাচ খেলবে পাকিস্তান। সেইসঙ্গে জানা গিয়েছে, ইডেনের মাটিতে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাক দল।

আগামী ৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলা হবে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে। টুর্নামেন্টের ফাইনালও এই স্টেডিয়ামেই খেলা হবে আগামী ১৯ নভেম্বর। তবে সেমিফাইনাল কোন মাঠে খেলা হবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিসিসিআই। সূত্রের খবর, ভারতের পাঠানো ক্রীড়াসূচি আইসিসি অনুমোদন করার অপেক্ষা। এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যেতে পারে। 

[আরও পড়ুন: নিয়ম ভেঙে ডিফেন্স অডিট দপ্তরের গোপন ছবি ‘বন্ধু’কে পাঠিয়ে গ্রেপ্তার মহিলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement