Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

‘ভারতই আমার পরিচয়’, কোচ হিসেবে নাম ঘোষণার পর দেশকে গর্বিত করার বার্তা গম্ভীরের

দেশের ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন পূরণ করবেন, প্রতিশ্রুতি গম্ভীরের।

India is my identity, said Gautam Gambhir after Jay Shah announced his name
Published by: Krishanu Mazumder
  • Posted:July 9, 2024 9:18 pm
  • Updated:July 9, 2024 9:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেবা তাঁর কাছে অগ্রাধিকার পায় সবসময়ে। কঠিন সময়ে তাঁর চওড়া ব্যাটে জয়ের স্বপ্ন দেখেছে ভারত। সেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) ফের ফিরলেন জাতীয় দলে। তবে এবার তাঁর ভূমিকা বদলে গেল। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই।
টিম ইন্ডিয়ার হেডস্যর হিসেবে আবির্ভাব ঘটল গৌতম গম্ভীরের। এর আগে আইপিএলে মেন্টর, কোচ হিসেবে তাঁকে দেখা গেলেও জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথমবার। মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ।  রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাচ্ছেন তিনি। এই ঘোষণার অব্যবহিত পরেই গৌতম গম্ভীর সোশাল মিডিয়ায় লিখলেন, ”ভারতই আমার পরিচয়। দেশের সেবা আমার জীবনে অগ্রাধিকার পায়। জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত। যদিও এবার ভিন্ন টুপি পরে মাঠে নামব। তবে আমার লক্ষ্য বদলাচ্ছে না। ভারতকে গর্বিত করাই আমার এক ও একমাত্র লক্ষ্য হবে।”

[আরও পড়ুন: বিদেশ নয়, দেশের মাটিতেই ‘ড্রিম হোম’, ভার‍ত ছাড়ার জল্পনার মাঝেই পোস্ট বিরাটের]

গৌতম গম্ভীরের হাতে দেশের ক্রিকেটের রিমোট কন্ট্রোল হাতে উঠল। বিরাট কোহলির সঙ্গে তাঁর মাঠের দ্বৈরথ নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে। কোহলির মতো সুপারস্টার ক্রিকেটারকে কীভাবে সামলান গম্ভীর, সেটাও দেখার। তাছাড়া রাহুল দ্রাবিড় তাঁর কোচিং অধ্যায় শেষ করেছেন দারুণ ভাবে। বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বজয় করে ন্যায়বিচার পান রাহুল দ্রাবিড়। তাঁর ছেড়ে যাওয়া চেয়ারেই বসছেন গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের সেই অসাধারণ ৯৭ রানের স্মৃতি দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনও সতেজ। তাঁর ও মহেন্দ্র সিং ধোনির পার্টনারশিপ ভারতীয় দলের বিশ্বজয়ের পথ প্রশস্ত করেছিল। সেই গৌতম গম্ভীর জাতীয় দলের হেডস্যর হওয়ার পরে জানান, ”মেন ইন ব্লুর কাঁধে ১.৪ বিলিয়ন মানুষের স্বপ্ন। আমি আমার সব ক্ষমতা দিয়ে এই স্বপ্ন পূরণ করব।”

Advertisement
 

[আরও পড়ুন:সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ