Advertisement
Advertisement
Brisbane test

আশা জাগিয়েও শেষ রাহুলের ইনিংস, গাব্বায় ফলো অন বাঁচানোর সংগ্রামে ভারত

৬ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।

India in trouble after losing 6 wickets in Brisbane test
Published by: Anwesha Adhikary
  • Posted:December 17, 2024 8:24 am
  • Updated:December 17, 2024 9:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে থামতে হল ৮৪ রানে। আউট হয়ে গেলেন কে এল রাহুল। তিনি আউট হতে আরও চাপে পড়ল ভারত। গাব্বা টেস্টে অজিদের বিরাট রান তাড়া করে জয় তো দূর, আপাতত ফলো অন বাঁচাতে চেষ্টা করছে টিম ইন্ডিয়া। ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের আগে ভারতের স্কোরবোর্ডে মাত্র ১৬৭। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৬ ব্যাটার। 

প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন। মেঘলা আবহাওয়ার ফায়দা তুলে ভারতের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। পেসারদের তৈরি করা চাপের ফায়দা তুলেছেন অজি স্পিনার নাথান লিয়ন। তাঁর ডেলিভারিতেই আউট হয়েছেন রাহুল। সবমিলিয়ে হার চোখ রাঙাচ্ছে ভারতীয় শিবিরে। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত টেস্টে জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার কাছে। কারণ প্রথম ইনিংসে অজিদের চেয়ে এখনও ২৭৮ রানে পিছিয়ে ভারত। ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা-নীতীশ রেড্ডিরা ফলো অন বাঁচাতে পারেন কিনা, সেটাই আপাতত বড়সড় প্রশ্ন। ফলো অন বাঁচাতে এখনও ভারতের চাই ৭৬ রান।

Advertisement

চতুর্থ দিনের শুরুতেই ভারতকে ধাক্কা দেন কামিন্স। তাঁর বলে আউট হন রোহিত শর্মা। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত ৬ নম্বরে ব্যাট করছেন। কিন্তু দলের জন্য মোটেই অবদান রাখতে পারছেন না ভারত অধিনায়ক। এদিন পঞ্চম স্টাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হলেন, ভারতের স্কোর তখন মাত্র ৭৪। অধিনায়ক আউট হওয়ার পর জাদেজা অবশ্য বেশ ভালো সঙ্গ দেন রাহুলকে। ভারতের রান ১০০ পার করায় এই জুটি। ৬৭ রানের পার্টনারশিপ গড়েন রাহুল-জাদেজা। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে লায়নের বলে শট মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাহুল। একহাতে দুরন্ত ক্যাচ নিয়ে তাঁকে ফেরান স্লিপে দাঁড়ানো স্মিথ। প্রথম সেশনের শেষে ৪১ রান করে ক্রিজে রয়েছেন জাদেজা। সঙ্গী নীতীশের স্কোর ৭। ফলোঅনের লজ্জা এড়াতে পারবে এই জুটি? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement