সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Blind T-20 World Cup) জিতে নিল ভারতীয় দল। ফাইনালে বাংলাদেশকে (Bangladesh) ১২০ রানে মাটি ধরাল টিম ইন্ডিয়া (Team India)।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত ২ উইকেটে তোলে ২৭৭ রান। সুনীল রমেশ ৬৩ বলে ১৩৬ রানে নটআউট থেকে যান। অজয় কুমার রেড্ডি মাত্র ৫০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটে ২৪৭ রান জোড়েন। ভারতীয় দলের শুরুটা ভাল হয়নি। ২৯ রানে ২ উইকেট হারিয়ে একসময়ে কিছুটা হলেও সমস্যায় ছিল ভারত। সুনীল রমেশ ও অজয় রেড্ডির দুরন্ত পার্টনারশিপের সৌজন্যে ভারত আকাশচুম্বী রান তোলে স্কোর বোর্ডে।
ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ অবশ্য ১৫৭ রানের বেশি করতে পারেনি। তিন উইকেট হারায় বাংলাদেশ। ললিত মীনা এবং অজয় কুমার একটি করে উইকেট নেন ভারতের হয়ে। তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। ২০১২ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। পাঁচ বছর পরে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এবার আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত।
এর আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে কম বিতর্ক হয়নি। পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়া হয়নি ভারত সরকারের তরফে। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (PBCC) তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল তাদের ভিসা দেওয়া হয়নি। ফলে সূচি অনুযায়ী নামতে পারেননি ক্রিকেটাররা। পাকিস্তান বাদ পড়ায় নতুন করে তৈরি হয় সূচি। ভারত ছাড়া টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও দক্ষিণ আফ্রিকা। সেই টুর্নামেন্ট জিতে নিল ভারত। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো আধিপত্য দেখাল ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.