সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল ভারত (India)। সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় (ICC Ranking) অজিদের টপকে শীর্ষে জায়গা করে নিল মেন ইন ব্লু। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বেই তিন ফরম্যাটে এক নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে, টেস্ট অলরাউণ্ডারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন অক্ষর প্যাটেল। ফলে প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় অলরাউণ্ডার।
বুধবার আইসিসির র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ১১৫ পয়েন্ট পেয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১১ পয়েন্ট। টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে ছিল ভারত। বুধবারের পর একই সময়ে তিন ফরম্যাটেই বিশ্বসেরা বিরাট কোহলিরা। ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল ভারতীয় দল।
নাগপুর টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভারতের তিন অলরাউণ্ডার- রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। এবার আইসিসি ক্রমতালিকায়ও উপরের দিকে উঠে এলেন তাঁরা। শীর্ষস্থানে রয়েছেন নাগপুর টেস্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ জাদেজা। ম্যাচে ৮ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন অশ্বিন। সেই সঙ্গে অলরাউণ্ডারের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
অজিদের বিরুদ্ধে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন অক্ষর। বল হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও অলরাউণ্ডারদের তালিকায় ৬ ধাপ উঠলেন তিনি। আপাতত ৭ নম্বরে রয়েছেন প্যাটেল। ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা রয়েছেন প্রথম দশে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থেকেও বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন জশপ্রীত বুমরাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.