Advertisement
Advertisement

আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত, হোয়াইটওয়াশের সঙ্গে ফর্মে ফেরাও লক্ষ্য রাহুলের

সিরিজ জয় যেহেতু হয়ে গিয়েছে, তাই দু-একজনকে দেখে নেওয়া হতে পারে।

India eyes whitewash against Zimbabwe । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 22, 2022 11:32 am
  • Updated:August 22, 2022 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ জয়ের কাজটা আগেই হয়ে গিয়েছিল। সোমবারের ম্যাচটা ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে স্রেফ নিয়মরক্ষার ছাড়া আর কিছুই নয়। যদিও অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) দুটো লক্ষ্য নিয়ে নামছেন। এক, হোয়াইটওয়াশ। দুই, নিজের রানের মধ্যে ফেরা।

দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরেছেন কেএল। এশিয়া কাপের (Asia Cup) আগে এই টিম ম্যানেজমেন্টও কেএলকে দেখে নিতে চাইছিল। আগের ম্যাচে রান পাননি তিনি। তবে এসব নিয়ে খুব একটা চিন্তায় নেই। বরং বলা হচ্ছে, এক-আধটা ম্যাচে হতেই পারে।

Advertisement

[আরও পড়ুন: আজ ডুরান্ড অভিযানে নামছে ইস্টবেঙ্গল, নেভির বিরুদ্ধে স্টিফেনের ভরসা ‘দেড়জন’ বিদেশি]

তাছাড়া এতদিন পর চোট সারিয়ে ফিরেছে, ফলে আগের ছন্দে ফিরতে একটু সময় দিতেই হবে। সবাই আশা করছেন, সোমবারই চেনা মেজাজে পাওয়া যাবে রাহুলকে। সেটা হলে এশিয়া কাপের আগে ভারতীয় দলের কাছে তা বড় প্রাপ্তি হবে। এর বাইরে অবশ্য তেমন কিছু বলার নেই। দুর্বল জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে যা হওয়ার সেটাই হচ্ছে। দুটো ম্যাচে সহজেই জিতেছে টিম ইন্ডিয়া। তবে আগের ম্যাচে ব্যাটার যেভাবে আউট হয়েছেন, সেটাই যা একটু চিন্তার। 

যা খবর, তাতে সোমবার দলে দু-একটা বদল হতে পারে। যেহেতু সিরিজ জয় হয়ে গিয়েছে, তাই দু-একজনকে একটু দেখে নেওয়া হতে পারে। তবে সবার নজর যে লোকেশ রাহুলের দিকেই থাকবে, সেটা বলে দেওয়াই যায়।

আজ টিভিতে– ভারত বনাম জিম্বাবোয়ে
তৃতীয় ওয়ান ডে, হারারে স্পোর্টস ক্লাব
দুপুর ১২.৪৫, সোনি

[আরও পড়ুন: আফ্রিদি না খেলায় ভারতের সুবিধা! পাক ক্রিকেটারের কটাক্ষের মোক্ষম জবাব ইরফান-জাফরের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement