ভারত (প্রথম ইনিংস): ৪৩৮/১০ (কোহলি- ১২১, রোহিত- ৮০)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২৫৫ (ব্রেথওয়েট ৭৫, মুকেশ ১-৩৫, জাদেজা ২-৩৭)
ভারত (দ্বিতীয় ইনিংস): ১৮১/২ ডি. (রোহিত ৫৭, ঈশান ৫২ নঃআঃ, গ্যাব্রিয়েল ১-৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস): ৭৬/২ (তেগনারিন ২৪ নঃআঃ, অশ্বিন ২-৩৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র একটা দিন। ডমিনিকার মতো পোর্ট অফ স্পেনেও কি টেস্টের ফয়সালা হবে? ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত? এমন অজস্র প্রশ্নের আনাগোনা কুইন্স পার্ক ওভালে।
আসলে টেস্টের (India vs West Indies) চতুর্থ দিনের যা গতিপ্রকৃতি, তাতে ড্র নয়তো ভারতের জয়, এই সম্ভাবনাই এখন বেঁচে। কারণ প্রতিপক্ষ ক্যারিবিয়ান দলের শরীরী ভাষায় জয়ের ইচ্ছাশক্তি নির্বাপিত। একেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্টের ২২ গজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তোপ দেগেছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে। বলেছেন, “পিচ ভীষণ মন্থর। ব্যাটিংয়ের জন্য খুব সহজ এই উইকেট। আমাদের বোলাররা যথাসাধ্য চেষ্টা করছে উইকেট নেওয়ার।”
ভুল কিছু বলেননি পরশ। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে তুলেছিল ২২৯ রান। চতুর্থ দিনে তাঁদের বাকি পাঁচ উইকেটের পতন ঘটল মাত্র ২৬ রানে। অ্যালিক অ্যাথানাজেকে (৩৭) আউট করে অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) দিনের প্রথম ব্রেক থ্রু দেন মুকেশ কুমার (২-৪৮)। তবে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান লোয়ার অর্ডারে ধস নামানোর মূল কারিগর মহম্মদ সিরাজ (৫-৬০)। শেষপর্যন্ত প্রথম ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের কথা মাথায় নিয়েই দ্বিতীয় ইনিংসে যে ব্যাট করতে নেমেছিলেন, সেটা স্পষ্ট ভারতের দুই ওপেনার রোহিত (৫৭) ও যশস্বীর (৩৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ওপেনিংয়ে তাঁরা যোগ করেন ৯৮ রান। রোহিত ও যশস্বী আউট হওয়ার পরে রানের গতি বাড়ান শুভমান গিল (২৯ নঃআঃ) ও ঈশান কিষান (Ishan Kishan) (৫২ নঃআঃ)। মাত্র ৩৩ বলে নিজের টেস্ট কেরিয়ারে প্রথম হাফসেঞ্চুরি করেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করে এক ইনিংসে দ্রুততম স্ট্রাইক রেটের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি। তবে ভারতের দ্রুত রান তোলার পথে কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি। যে কারণে লাঞ্চের আগে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়ার। শেষ পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংস ১৮১/২ স্কোরে ডিক্লেয়ার ঘোষণা করেন রোহিত।
ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা রাখেন ৩৬৫ রানের। জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৭৬ রান। বিপক্ষের দুই উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। হরভজন সিংকে টপকে এই নজির গড়েন অশ্বিন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয়দের তালিকাতেও অনিল কুম্বলেকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.