সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফি শেষ। বলা যায়, একটু আগেই শেষ হয়ে গিয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। সিডনি টেস্ট শেষ হওয়ার পর ৮ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সেই টেস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় টিকিটের সমস্যায় পড়ছেন অনেকে।
সিডনি টেস্ট শুরু হয় ৩ জানুয়ারি। কিন্তু মাত্র তিনদিনের মধ্যে হার মেনে নেয় ভারত। সব মিলিয়ে বর্ডার গাভাসকর ট্রফি ৩-১ ব্যবধানে হারে ভারত। অথচ ফেরার বন্দোবস্ত ছিল সেই হিসেব অনুযায়ী। প্রায় দুমাসের কাছাকাছি অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট-বুমরাহরা। স্বাভাবিকভাবেই দেশে ফেরার তোড়জোর চলছে।
এমনিতে ৮ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল। কিন্তু সিরিজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় অনেকেই দ্রুত ভারতে চলে আসতে চাইছেন। কিন্তু বিমানের পর্যাপ্ত টিকিট পাওয়া যাচ্ছে না। ফলে ভারতের সব প্লেয়ার একসঙ্গে আসতেও পারবেন না। সোমবারই দেশে ফেরার জন্য প্রস্তুত অনেকে। টিম ইন্ডিয়ার সঙ্গে জড়িত এক সূত্রের বক্তব্য, “দলের লজিস্টিক ম্যানেজার এই নিয়ে কাজ করছে। যখনই টিকিট পাওয়া যাবে, তাঁরা রওনা দেবেন।”
উল্লেখ্য, ভারতীয় দলের মধ্যে সর্বপ্রথম বিরাট কোহলি ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার পৌঁছন। রোহিত শর্মা ছাড়া বাকিরা যান নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। পারথে প্রথম টেস্টের পর টিম ইন্ডিয়া যায় অ্যাডিলেডে। সেখানে দলের সঙ্গে যোগ দেন রোহিত শর্মা। তারপর ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে টেস্ট চলেছে। সব মিলিয়ে ৭৭০০ কিলোমিটারের বেশি সফর করতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.