Advertisement
Advertisement
India Cricket Team

দুভাগে বিশ্বকাপ অভিযানে যাবে টিম ইন্ডিয়া, কবে নিউ ইয়র্কের পথে রোহিত-বিরাটরা?

ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা।

India Cricket Team will fly to T20 World Cup on these dates

টিম ইন্ডিয়া।

Published by: Arpan Das
  • Posted:May 18, 2024 4:10 pm
  • Updated:May 20, 2024 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় ২ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। রোহিত শর্মারা (Rohit Sharma) মাঠে নামবেন ৫ জুন। তাঁদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে নিউ ইয়র্কে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল (India Cricket Team)। কিন্তু কবে আমেরিকার মাটিতে পা দেবে টিম ইন্ডিয়া? অবশেষে জানা গেল সেই খবর।

ভারতের মাটিতে জমে উঠেছে আইপিএলের প্লে অফের লড়াই। যার ফাইনাল ২৬ মে। কিন্তু কারা শেষ চারে থাকবে না, তার ছবি ইতিমধ্যে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিসিসিআই (BCCI) সূত্রে পিটিআই-কে দেওয়া খবর অনুযায়ী, সেই ফ্র্যাঞ্চাইজি দলের প্লেয়াররা ২৫ মে রওনা দেবে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। যার মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেলরা। তার সঙ্গে সাপোর্ট স্টাফরাও থাকবেন এই দলে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি কেমন ক্রিকেটার বোঝানোর দায় নেই’, সমালোচকদের একহাত নিলেন কোহলি]

প্রথমে ঠিক হয়েছিল ২১ মে রওনা দেবে এই দলটি। কিন্তু যেহেতু ভারত একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে, তাই সেই দিন রওনা হচ্ছে না ভারতীয় তারকা। অন্যান্য বার ভারত একটির বদলে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। কিন্তু এবার সেটাতে বদল আসছে। ১ জুন তারা নিউ ইয়র্কেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিয়ে রওনা দেবে টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: শুধু শ্বশুর সুনীল শেট্টি নন, এবার ‘শর্মাজি কা বেটা’কে সমর্থন করবেন রাহুলও, কিন্তু কেন?]

অন্যদিকে আইপিএলের প্লে অফে উঠে গিয়েছে নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে নামবে চেন্নাই আর বেঙ্গালুরু। আইপিএল ফাইনালের পর ২৭ মে নিউ ইয়র্ক উড়ে যাবে দ্বিতীয় দল। যার মধ্যে থাকবেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, চাহালরা। ৫, ৯ ও ১২ জুন নিউ ইয়র্কে ভারতের ম্যাচ রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভারত-কানাডা ম্যাচ রয়েছে ফ্লোরিডায়। ১৫ জুন সেই ম্যাচের বল গড়াবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement