Advertisement
Advertisement

Breaking News

India Cricket Team

রোহিতের ‘ভুলো রোগে আক্রান্ত’ বিরাট-রাহুলও! সিরিজ জয়ের ট্রফি নিতেই ভুলে গেলেন তারকারা

ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

India Cricket Team players Virat Kohli, Rohit Sharma, KL Rahul Forget India's ODI Series Trophy
Published by: Arpan Das
  • Posted:February 14, 2025 4:07 pm
  • Updated:February 14, 2025 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে চুনকাম করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে ১৪২ রানে জিতেছেন রোহিতরা। ম্যাচ শেষে সেলিব্রেশনে মাতলেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানারা। কিন্তু তারপর তিন সিনিয়র তারকা যা করলেন, তাতে হতভম্ব নেটদুনিয়া। ট্রফি নিতেই কিনা ভুলে গেলেন রোহিত-বিরাট-রাহুল!

Advertisement

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, সবার শেষে হেঁটে যাচ্ছেন তিন তারকা। পিছনে পড়ে রয়েছে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারানোর ট্রফি। নিজেদের মধ্যে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলেন ট্রফির কথা। আচমকা যেন রোহিতেরই মনে পড়ে ট্রফির কথা। তারপর রাহুল গিয়ে তুলে নেন ট্রফিটি।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়। কেউ লিখছেন, ট্রফির কথা ভুলেই গিয়েছেন তিনজন। অনেকে আবার তুলে আনছেন, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি বিজ্ঞাপন। যেখানে রোহিত ভুলে গিয়েছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কথা। আবার রোহিতের ‘ভুলো’ মনের ছোঁয়া লেগেছে বিরাট-রাহুলেরও, এরকম বলছেন অনেকে। অবশ্য সমালোচনা করতেও ছাড়া হচ্ছে না। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কি ট্রফি জেতার তাগিদ কমে গিয়েছে তারকাদের? নাকি সব কিছু ‘সহজে’ পাওয়া যাচ্ছেন ক্রিকেটাররা?

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। তারপর ওয়ানডে সিরিজে রোহিতরা চুনকাম করেছেন বাটলারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub