Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

অবসর দুরস্ত, বিশ্বকাপ জয়ের পরিকল্পনা করছেন রোহিত

অবসর প্রসঙ্গে কী বললেন রোহিত?

India captain Rohit Sharma wants to win World Cup

ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 12, 2024 3:55 pm
  • Updated:April 12, 2024 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলে আহমেদাবাদের ফাইনালে হারতে হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারতকে। অল্পের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার।
সেই রোহিত শর্মা গৌরব কাপুরের সঞ্চালনায় ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে জানিয়েছেন, বিশ্বকাপ জিততে চান তিনি। সেই অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন গায়ক এড শেরানও। রোহিত জানান অবসর নেওয়ার এখনই কোনও পরিকল্পনা নেই তাঁর। হিটম্যান বলেন, ”অবসর নিয়ে চিন্তাভাবনা করিনি আমি। কিন্তু জীবন কোন দিকে টেনে নিয়ে কে বলতে পারে। এই সময়েও আমি দারুণ খেলছি। তাই মনে হয় আরও কয়েক বছর আমি খেলা চালিয়ে যেতে পারব।”

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলবেন কার্তিক! স্টাম্প মাইকে রোহিতের ভাইরাল বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা

সাক্ষাৎকারে রোহিত পরিষ্কার করে দেন, অধিনায়ক হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে কিছু অর্জন করতে চান। হিটম্যান বলেছেন, ”আমি বিশ্বকাপ জিততে চাই। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। আশা করি ভারত জিততে পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।”
দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত প্রথম থেকেই চ্যাম্পিয়নের মতো খেলছিল। ফাইনালে ওঠার পথে যাদের সামনে পেয়েছে রোহিতের টিম ইন্ডিয়া, তাদেরই ধ্বংস করেছে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করতে হয়। ফাইনালের সোই হার প্রসঙ্গে রোহিতকে বলতে শোনা যায়, ”পঞ্চাশ ওভারের বিশ্বকাপই আমার কাছে আসল। এই বিশ্বকাপ দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে খেলতে নেমেছিলাম আমরা। ফাইনালের আগে পর্যন্ত আমরা ভালোই খেলেছি। সেমিফাইনাল জেতার পরে মনে হয়েছিল আমরা আর এক কদম দূরে।”
কিন্তু ফাইনালে স্বপ্ন ভাঙে রোহিতের। স্বপ্ন ভাঙে ভারতের।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের চুক্তি থেকে বাদ, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঈশান কিষান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement