সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন জশপ্রীত বুমরাহ। গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। বছরের শেষ দিকে বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ টেস্টে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার।
এই প্রথমবার বুমরাহ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি। এর আগে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি এই সম্মান পেয়েছেন। সেই তালিকায় ঢুকে পড়েলেন বুমরাহ। ১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট তুলেছেন তিনি। টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়। সেখানে দ্বিতীয়স্থানে থাকা গাস অ্যাটকিনসন ১১ ম্যাচে ৫২টি উইকেট নিয়ে অনেকটাই পিছনে।
দেশে হোক বা বিদেশে, ভারতের আশা-ভরসা বুমরাহ। দেশের মাটিতে যেমন ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন, তেমনই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতেও বিপক্ষকে বিপদে ফেলেছেন। এমনকী অজি সফরে ভারতকে নেতৃত্বও দিয়েছেন।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তুলেছিলেন ৮ উইকেট। তারপর ঘরের ইংল্যান্ডের বিরুদ্ধে পেয়েছিলেন ১৯টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে ছিল ১১টি উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য সেভাবে সাফল্য আসেনি। সংগ্রহ ছিল মাত্র ৩টি উইকেট। আর বছর শেষে অস্ট্রেলিয়ায় ৩২টি উইকেট শিকার করেছিলেন। তার মধ্যে অবশ্য দুটি উইকেট আসে চলতি বছরে।
Dominating the bowling charts in 2024, India’s spearhead Jasprit Bumrah has been crowned ICC Men’s Test Cricketer of the Year
#ICCAwards pic.twitter.com/h8Ppjo2hrv
— ICC (@ICC) January 27, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.