Advertisement
Advertisement

Breaking News

India

দ্বিতীয় ম্যাচেই রাজকীয় প্রত্যাবর্তন, জিম্বাবোয়েকে বিরাট ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া

মেন ইন ব্লু'র হয়ে অনবদ্য সেঞ্চুরি করলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা।

India beats Zimbabwe in second T20
Published by: Subhajit Mandal
  • Posted:July 7, 2024 7:50 pm
  • Updated:July 7, 2024 7:57 pm  

ভারত: ২৩৪-২ (অভিষেক শর্মা ১০০, ঋতুরাজ গায়কোয়াড় ৭৭)
জিম্বাবোয়ে: ১৩৪-১০ (মাধভেরে ৪৩, জঙ্গে ৩৩)
ভারত ১০০ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
প্রথম ম্যাচের বিপর্যয় ভুলে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই রাজকীয় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার (Team India)। হারারে-তে জিম্বাবোয়েকে ১০০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। মেন ইন ব্লু’র হয়ে অনবদ্য সেঞ্চুরি করলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। বল হাতে চমক দিলেন আভেশ খান, মুকেশ কুমাররা।

এদিন হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো চমকপ্রদ সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। মাত্র ৪৬ বলে ১০০ রান করেন তিনি। তরুণ ওপেনারের সাতটি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস স্মরণীয় হয়ে থাকবে। অভিষেকের অনবদ্য সেঞ্চুরি, ঋতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরি এবং শেষদিকে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ঝোড়ো ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে তোলে ২৩৪ রান। গায়কোয়াড় করলেন ৪৭ বলে ৭৭ রান। আর রিঙ্কু সিংয়ের ব্যাটে শেষ দিকে রীতিমতো ঝড় উঠল। কেকেআর (KKR) তারকা মাত্র ২২ বলে করলেন ৪৮ রান।

Advertisement

[আরও পড়ুন: ধোনির ১০০ ফুটের কাটআউট, আলোর খেলায় শুভেচ্ছা সিএসকে-র, জন্মদিনে মাহি-ময় ভক্তকূল]

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের ইনিংস শেষ হল মাত্র ১৩৪ রানে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করলেন মাধেভেরে। শেষদিকে লুক জঙ্গে দ্রুত গতিতে ৩৩ রানের ইনিংস খেলে খানিকটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন নিজের দলকে। জিম্বাবোয়ের ইনিংস শেষ হল ১৩৪ রানে। আভেশ খান এবং মুকেশ কুমার পেলেন ৩টি করে উইকেট। রবি বিষ্ণোই পেলেন ২ উইকেট।

[আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি, আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চেনালেন অভিষেক]

রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli) টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়া দেওয়ার জন‌্য। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন‌্য যাতে টিম তৈরি করা যায়। জিম্বাবোয়ে সফরে পুরো তরুণ ব্রিগেডকে পাঠানো হয়েছে। প্রথম ম্যাচে হতাশ করলেও ভারতের তরুণ ব্রিগেড দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন, তাঁরা ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement