Advertisement
Advertisement
বিরাট কোহলি

নয়া রেকর্ড রোহিত-বিরাটের, তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুরল ভারত

চাপের মুখে দুর্দান্ত পারফরম্যান্স জাদেজা-শার্দুলের।

India beats West Indies to clinch the 3 match one day series
Published by: Subhajit Mandal
  • Posted:December 22, 2019 9:39 pm
  • Updated:December 22, 2019 9:41 pm

ওয়েস্ট ইন্ডিজ: ৩১৫-৫ (নিকোলাস পুরান ৮৯, পোলার্ড ৭৪)
ভারত: ৩১৬-৬ ( বিরাট কোহলি ৮৫, লোকেশ রাহুল ৭৭)
ভারত ৪ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) অনবদ্য রেকর্ড। লোকেশ রাহুলের (KL Rahul) দুর্দান্ত হাফ সেঞ্চুরি। এবং অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) হিমশীতল মানসিকতার জোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারত(Indian Cricket Team) । সেই সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ম্যাচের ব্যবধানে পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া।

Advertisement


সিরিজে এই প্রথমবার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ক্যারিবিয়ানদের। একসময় ৩২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে আটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই দুর্দান্ত কামব্যাক করেন পোলার্ড এবং পুরান। জুটি বেঁধে ১৩৫ রান যোগ করেন দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। পোলার্ড করেন ৭৪ রান, পুরান করেন ৮৯। মূলত এই জুটির উপর ভর করেই ৩১৫ রানের বিশাল স্কোর খাড়া করে ওয়েস্ট ইন্ডিজ।

[আরও পড়ুন: ক্যাচ মিসের ছড়াছড়ি, শেষ ওয়ানডেতে খারাপ ফিল্ডিংয়ের জেরেই চাপে ভারত ]


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ভারতের। ফর্মে থাকা দুই ওপেনারই অর্ধশতরান করেন। রোহিত ৬৩ এবং রাহুল ৭৭ রানে আউট হন। দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পর ইনিংসের হাল ধরেন খোদ অধিনায়ক বিরাট। কিন্তু, চাপের মুখে ভারতের মিডল অর্ডার ফের ব্যর্থ হয়। একটা সময় মনে হচ্ছিল, যোগ্য সঙ্গতের অভাবে ভুগতে হতে পারে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। কিন্তু, সে পরিস্থিতি আসেনি অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার দৌলতে। কোহলির পাশাপাশি ধীরস্থির মাথায় ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে জিতিয়ে দেন জাদেজা। বিরাট আউট হওয়ার পর জাদেজার সঙ্গ দেন তরুণ শার্দুল ঠাকুর।

Rahul-Rohit

[আরও পড়ুন: নিলামে কেনার পরই আইপিএলে অনিশ্চিত ক্রিকেটার! চিন্তায় কেকেআর শিবির]


এদিকে, দুর্দান্ত জয়ের দিন জোড়া রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন রোহিত শর্মা। তিন ফরম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে বছরের সর্বোচ্চ রানপ্রাপকের মুকুট উঠল হিটম্যানের মাথায়। ওপেনার হিসেবে চলতি বছর রোহিতের সংগ্রহ ২,৪৪২ রান । ১৯৯৭ সালে শ্রীলঙ্কান কিংবদন্তি জয়সূর্য ২,৩৮৭ রান করেছিলেন। সেই ২২ বছরের পুরনো রেকর্ড এদিন টপকে গেলেন রোহিত। তাছাড়া, ২০১৯ সালে শুধু ওয়ানডেতেই রোহিতের রানসংখ্যা ১৪৯০। যা গোটা বিশ্বে সর্বোচ্চ। এ বছরের সর্বোচ্চ রানের বিচারে দ্বিতীয় স্থানে শেষ করলেন বিরাট কোহলি। বিরাট অবশ্য নিজেও অভিনব রেকর্ডের মালিক হয়েছেন। জ্যাকস কালিসকে টপকে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানস্কোরারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন বিরাট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement