Advertisement
Advertisement

দীপাবলিতে রোহিতের ব্যাটে ফুলঝুরি, টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের

ক্রিকেটপ্রেমীদের দিওয়ালির উপহারও দিলেন রোহিত।

India beats West Indies, clinches series
Published by: Sulaya Singha
  • Posted:November 6, 2018 10:25 pm
  • Updated:November 6, 2018 10:28 pm

ভারত: ১৯৫/২ (রোহিত-১১১*, ধাওয়ান-৪৩)

ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৯ (ব্রাভো-২৩)

Advertisement

৭১ রানে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আলোর থেকেও উজ্জ্বল তিনি। মঙ্গলবার লখনউয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দিওয়ালি উৎসবকে আরও ঝলমলে করে তুললেন তিনি একাই। তিনি রোহিত শর্মা। যিনি শুধু ব্যাট হাতে অনন্য নজিরই গড়লেন না, এক ম্যাচ বাকি থাকতেই ভারতকে সিরিজ জিতিয়ে ক্রিকেটপ্রেমীদের দিওয়ালির উপহারও দিলেন।

[আজহারকে অনন্য সম্মান কেন? বিসিসিআইয়ের নিন্দায় সরব গম্ভীর]

ক্যারিবিয়ান ফিল্ডাররা যেভাবে একের পর এক ক্যাচ মিস করে ভারতকে বড় রানে পৌঁছে দিতে সাহায্য করলেন, তাতেই যেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তাই হার-জিতের উর্ধ্বে গিয়ে অন্যভাবে এ ম্যাচ উপভোগ করছিলেন দর্শকরা। যেখানে বিনোদনের কেন্দ্রে ছিলেন ভারত অধিনায়ক। ক্রিকেটীয় ভাষায় বলে, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। রোহিতের চওড়া ব্যাট যেন বারবার সে কথাই মনে করিয়ে দিচ্ছিল। টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে গেলেন তিনি। পাশাপাশি নেতা হিসেবে এই ফরম্যাটে তিনি ছাড়া আর কারও জোড়া সেঞ্চুরি নেই।

শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নিরিখে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি, ব্র্যান্ডন ম্যাকালাম এবং পাক ক্রিকেটার শোয়েব মালিককে। ৮৬ ম্যাচে তাঁর সংগ্রহ ২২০৩ রান। কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের হিটম্যান বলা হয়, এদিন আরও একবার প্রমাণিত। মাত্র ৬১ বলে ৭টি ছক্কা ও ৮টি চার হাঁকিয়ে অপরাজিত ১১১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। তাঁর আত্মবিশ্বাসের সামনে নড়বড়ে হয়ে পড়েছিল ক্যারিবিয়ান বোলিং লাইন আপ।

[বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার]

তবে এদিন সহজ জয়ের পাশাপাশি দলকে স্বস্তি দিল শিখর ধাওয়ানের রানে ফেরা। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ৪৩ রান করলেন তিনি। বাকি কাজটা সারলেন ভারতীয় বোলাররা। শুরুতেই ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারে ধস নামান খলিল আহমেদ (২), কুলদীপ যাদব (২)। দুই পেসার ভুবনেশ্বর কুমার ও বুমরাহও তুলে নেন দুটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান ব্রাভোর (২৩)। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement