নিউজিল্যান্ড: ১০৮-১০ (গ্লেন ফিলিপস ৩৬, স্যান্টনার ২৭)
ভারত: ১১১-২ (রোহিত ৫১, গিল ৪০)
ভারত ৮ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি (ICC) টুর্নামেন্টে সাম্প্রতিক অতীতে ভারত যতই খারাপ পারফর্ম করুক না কেন দ্বিপাক্ষিক সিরিজে যে টিম ইন্ডিয়া (Team India) এখনও সেরার সেরা, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন রোহিত শর্মারা। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও ঘরের মাটিতে দুরমুশ করে দিল ভারত। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত উড়ে গেল নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়া জিতল ৮ উইকেটে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত ব্রিগেড।
সিরিজ জয়ের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রায়পুরের বোলিং সহায়ক পিচে ভারতীয় পেসাররা হতাশ করেননি অধিনায়ককে। শামি, সিরাজ, হার্দিকদের দাপটে কার্যত ধরাশায়ী হয়ে গেল নিউজিল্যান্ডের টপ অর্ডার। প্রথম ওভারেই কিউয়ি দুর্গে আঘাত হানলেন শামি। শূন্য রানেই ফেরালেন ফিন অ্যালেনকে। তারপর থেকেই শুরু কিউয়ি ব্যাটারদের আসা-যাওয়া। মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট ফেলল কিউয়িরা। ৩টি উইকেট নিলেন শামি (Mohammad Shami)। একটি হার্দিক এবং একটি সিরাজ।
৫ উইকেটের পর খানিকটা কামব্যাক করার চেষ্টা করে নিউজিল্যান্ড। কাজটা শুরু করেছিলেন গ্লেন ফিলিপস। তাঁর ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়ে উঠলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ফিলিপসের ৩৬ ছাড়া কিউয়ি ইনিংসে উল্লেখযোগ্য অবদান বলতে ব্রেসওয়েলের ২২ এবং স্যান্টনারের ২৭। নিমেষে তাঁদের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১০৮ রানে। পরে আরও একটি উইকেট পেলেন হার্দিক। জোড়া উইকেট তুললেন সুন্দরও।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন অধিনায়ক রোহিত এবং আগের ম্যাচের নায়ক শুভমন গিল (Subhman Gill)। খানিকটা থিতু হয়েই রোহিত শুরু করলেন পালটা মার। এদিন ফের বেশ ঝকঝকে দেখাল অধিনায়ক রোহিতকে। অর্ধশতরানও পেলেন তিনি। কিন্তু ম্যাচ শেষ না করার আক্ষেপ নিয়ে ফিরতে হল ভারত অধিনায়ককে। আরেক ওপেনার গিল করলেন অপরাজিত ৪০ রান। বিরাট কোহলি (Virat Kohli) করেন ১১। ফলে মাত্র ২০ ওভার এক বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.