Advertisement
Advertisement

Breaking News

England

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সহজ জয় ভারতের, গিল-হর্ষিতের দাপটেও অব্যাহত রোহিত কাঁটা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা বেশ ভালোই হল ভারতের।

India beats England by wickets in first oneday
Published by: Biswadip Dey
  • Posted:February 6, 2025 8:36 pm
  • Updated:February 6, 2025 8:45 pm  

ইংল্যান্ড: ২৪৮/১০ (বাটলার ৫২, জাদেজা ২৬/৩, হর্ষিত ৫৩/৩)
ভারত:  ২৫১/৬  (গিল ৮৭, শ্রেয়স ৫৯, সাকিব ৪৭/২)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি২০ সিরিজের একতরফা আধিপত্য বজায় রইল ওয়ানডে সিরিজেও। সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় রোহিত ব্রিগেডের। জাদেজার মাপা বোলিং, হর্ষিতের সাফল্যের পর গিল, শ্রেয়সদের ঝকঝকে ব্যাটিংয়ে অনায়াসে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। সুতরাং বলাই যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ সিরিজের শুরুটা বেশ ভালোই হল ভারতের।

এদিন টসে জিতে ব্যাট নেওয়া ইংল্যান্ডের ইনিংস ২৪৮ রানে থেমে যাওয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার জয়। কিন্তু আচমকাই দেখা গেল স্কোর ১৯/২। যশস্বী জয়সওয়াল (১৫) আউট হন ৪.৩ ওভারে। আর রোহিত (২) ৫.২ ওভারে। সেই প্রাথমিক ধাক্কা অনায়াসে সামলে ওঠা গেল শ্রেয়স আইয়ারের (৫৯) সৌজন্যে। মাত্র ৩৬ বলের ইনিংসটি আচমকাই শেষ না হয়ে গেলে আরও আগেই হয়তো জিতে যেত ভারত।

দায়িত্ব নিয়ে খেললেন শুভমান গিল (৮৭)। অযথা ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় ইনিংস খেলে গেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেলও (৫২)। যদিও ম্যাচটি শেষের দিকে অযথা জটিল হয়ে যায় দুজনেই আউট হয়ে যাওয়ায়। ২ রান করে ফিরে যান কেএল রাহুলও। কিন্তু ম্যাচ শেষ করেন জাদেজা (অপরাজিত ১২) ও হার্দিক পাণ্ডিয়া (অপরাজিত ৯)। খেলা শেষ হতে তখনও বাকি ৬৮ বল। 

যদিও এমন জয়ের দিনেও খচখচ করছে রোহিত-কাঁটা। চোটের জন্য বিরাট কোহলি না থাকায় ফর্মে না থাকা তারকাদের মধ্যে একমাত্র ‘হিটম্যানে’র দিকেই নজর ছিল। কিন্তু ফ্লিক করতে গিয়ে ‘টপ এজ’ লাগার পর সেই চেনা দৃশ্য। মাথা নিচু করে ফিরে গেলেন রোহিত। প্রতীক্ষা আরও দীর্ঘ হল ভক্তদের। 

নাগপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এদিন ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেক হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। বল হাতে ভারতের নতুন জার্সির মতোই উজ্জ্বল হর্ষিত। প্রথম দিকে ঝোড়ো শুরু করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। দুজনের জুটিতে ৯ ওভারের মধ্যে উঠে যায় ৭৫ রান। কিন্তু রান আউট হয়ে ফেরেন সল্ট (৪৩)। তারপরই ইংল্যান্ডকে ধাক্কা দেন হর্ষিত। ৩২ রানের মাথায় ফিরিয়ে দেন ডাকেটকে। সেখান থেকে ইংল্যান্ডের ফেরার কাজটা আরও কঠিন হয়ে যায় শামি-জাদেজার বোলিংয়ে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ২৪৮ রানে। নাগপুরের পিচে যথেষ্ট রান ওঠে। সেখানে ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলেন বোলাররা। আর তখনই নিশ্চিত হয়ে যায় সিরিজের প্রথম ম্যাচের ভাগ্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement