সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games) ফের দাপট ভারতীয় ক্রিকেটারদের। মহিলা দলের সোনা জয়ের পর এবার সোনার লড়াইয়ে নামতে চলেছে মেন ইন ব্লু। শুক্রবার এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে (India vs Bangladesh) পিষে দিলেন সাই কিশোররা। দাপটের সঙ্গে ফাইনালে চলে গেল ভারতীয় পুরুষ দল। ঝোড়ো হাফ সেঞ্চুরি করে দলকে পদক জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন তিলক বর্মা। শনিবার ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল (India Cricket Team)।
প্রথম থেকেই এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জয়ের অন্যতম দাবিদার ভারত। কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়রা। তবে এদিন সেমিফাইনালে বাংলাদেশকে কার্যত গুঁড়িয়ে দিলেন ভারতীয় স্পিনাররা। তিন উইকেট তুলে নেন সাই কিশোর। দুই উইকেট পান ওয়াশিংটন সুন্দর। এরপরে ব্যাট হাতে তিলক বর্মা শো। হেলায় বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।
এদিন টসে জিতে বল করে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে দুই উইকেট তুলে নেন সুন্দর। সেই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। পরপর উইকেট হারিয়ে মাত্র ৯৬ রানেই থেমে যায় বাংলাদেশ ইনিংস। মাত্র ৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল আউট হয়ে যান। তবে ঋতুরাজ ও তিলক বর্মার জুটিতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান উঠে যায়। ৫৫ রান করেন তিলক। ৪০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ঋতুরাজ।
প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে নেমেছে ভারতীয় দল। ইতিমধ্যেই সোনা জিতেছেন ভারতের মহিলা ব্রিগেড। এবার সোনা জয় থেকে একধাপ দূরে পুরুষ দলও। শনিবার ফাইনালে খেলতে নামবে মেন ইন ব্লু। প্রতিপক্ষ হবে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের বিজয়ী। অন্যদিকে, ক্রিকেটে পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্রোঞ্জ জিতেছেন ভারতের তিরন্দাজরা। মহিলাদের রিকার্ভ ইভেন্ট থেকে পদক পেল অঙ্কিতা, ভজন ও সিমরনজিতের দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.