অস্ট্রেলিয়া: ১৬৪/৬ (শর্ট ৩৩, ক্রুণাল ৪/৩৬)
ভারত: ১৬৮/৪ (বিরাট ৬১, ধাওয়ান ৪১)
ভারত ৬ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই ছিল সম্মানের। আর সেই লড়াইয়ে ধীরস্থির মস্তিষ্কের পরিচয় দিয়ে দলকে জিতিয়ে আনলেন অধিনায়ক কোহলি। প্রথম ম্যাচে অল্পের জন্য হার। দ্বিতীয় ম্যাচে ভাল জায়গায় থেকেও বৃষ্টির কারণে খেলা বাতিল। অনেকেই মনে করছিলেন সিরিজের তৃতীয় ম্যাচের আগে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে টিম ইন্ডিয়ার। কিন্তু অধিনায়ক বিরাট আরও একবার প্রমাণ করলেন কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটার বলা হয়। শুরুটা করেছিলেন ধাওয়ান ও রোহিত, শেষ করলেন খোদ বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত।
সিডনিতে রবিবাসরীয় লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬৫ রানের লড়াকু লক্ষ্যমাত্রা রাখে অজিরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শর্ট, অধিনায়ক ফিঞ্চ করেন ২৮ রান। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রুণাল পাণ্ডিয়া। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অজিদের দেওয়া লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালই করে ভারত। দুই ওপেনার শুরু থেকেই দক্ষ হাতে মিচেল স্টার্ক-সহ অজি বোলারদের মোকাবিলা করেন। ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৬৭ রানের মাথায়। এরপর অবশ্য পরপর দুটি উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপরই টিম ইন্ডিয়ার হাল ধরেন খোদ অধিনায়ক বিরাট। ঠান্ডা মাথায় দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। অধিনায়ক বিরাট অপরাজিত থাকেন ৬১ রানে। দীনেশ কার্তিক অপরাজিত ছিলেন ২২ রানে।
বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে খুব একটা ভাল পারফর্ম না করলেও, সীমিত ওভারের ক্রিকেটে ভাল ফর্মেই ছিল টিম ইন্ডিয়া। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ বাঁচানোটা ভারতের জন্য ছিল সম্মানের লড়াই। যা জিতে নিয়ে আসন্ন ওয়ান ডে এবং টেস্ট সিরিজের আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল মেন ইন ব্লু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.