ভারত: (সূর্যকুমার-৬৯, বিরাট-৬৩)
অস্ট্রেলিয়া: (গ্রিন-৫২, ডেভিড-৫৪, অক্ষর ৩-৩৩)
ছয় উইকেটে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন ম্যাচের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসল ভারত। টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতে নিল রোহিত ব্রিগেড। সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়েছিল দুই দলই। তবে শেষ ম্যাচে বাজিমাত করে গেল ভারত।
নির্ণায়ক ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। গত ম্যাচে বাদ পড়লেও রবিবারের ম্যাচে ফের দলে ফিরে আসেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের প্রথম ওভারেই তাঁকে পিটিয়ে ১২ রান তুলে ফেলেন অজি অপেনার ক্যামেরন গ্রিন। বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ভুবিই। প্রথম স্পেলে এসে মার খান জসপ্রীত বুমরাহও।
তবে পাওয়ারপ্লের দাপট সেভাবে বজায় রাখতে পারেনি অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চদের রান তোলার গতি আটকে দেন অক্ষর প্যাটেল আর যুজবেন্দ্র চাহাল। পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ব্যর্থ হন গত দুই ম্যাচের নায়ক ম্যাথু ওয়েডও। এহেন পরিস্থিতিতে অজিদের উদ্ধারকারী হয়ে মাঠে নামেন টিম ডেভিড। মাত্র ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে ১৮৬ রানে পৌঁছতে সাহায্য করেন। ভারতীয় বোলারদের মধ্যে এদিনও সেরা অক্ষর প্যাটেল। দুরন্ত ফর্ম বজায় রেখে চার ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
১৮৭ রান তাড়া করতে মাঠে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই মাত্র ১ রান করে আউট হয়ে যান কেএল রাহুল। চতুর্থ ওভারে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৩০ রানের মাথায় দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কঠিন সময়ে দলকে টেনে তোলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁরা। ২৯ বলে ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন সূর্য। ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে তাঁকে সঙ্গত দেন বিরাট। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান সূর্য।
এশিয়া কাপের দুরন্ত ফর্ম বজায় রেখেই এদিন হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শেষ চার ওভারে ভারতের দরকার ছিল ৩৯ রান। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে অনায়াসে সেই রান তুলে ফেলেন কোহলি। শেষ ওভারে আউট হয়ে গেলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতের। সিরিজের প্রতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয়ী হল ভারত। তবে ওপেনিংয়ে রাহুলের ফর্ম আর ডেথ বোলিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারল না রোহিত ব্রিগেড। বিশ্বকাপে যা ভোগাতে পারে ভারতকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.