অস্ট্রেলিয়া: ৪৫১ ও ২০৪/৬
ভারত: ৬০৩/৯ (ডিক্লেয়ার)
ম্যাচ ড্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা এক নম্বর বনাম দুনম্বরের৷ তাই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ল না৷ চার টেস্টের সিরিজ জয়ের ট্রফি কার ডেরায় ঢুকবে, তৃতীয় টেস্টের পরও তা স্পষ্ট হল না৷ ভারতের জয়ের স্বপ্নভঙ্গ করল হ্যান্ডসকম্ব ও মিচেল মার্শের পার্টনারশিপ৷
ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ভারতের ঝুলিতে এল মাত্র চারটি উইকেট৷ শেষ দিন এমনিও উইকেটে আর বাউন্স ছিল না৷ ফলে ইশান্ত, উমেশদের বিরুদ্ধে লড়াই দিতে খুব একটা মুশকিলে পড়তে হয়নি অজি ব্যাটিং লাইন-আপকে৷ লাঞ্চের আগেই অধিনায়ক স্মিথ ও রেনশকে ফিরিয়ে দিয়েছিলেন জাদেজা ও ইশান্ত শর্মা৷ কিন্তু তারপরই ক্রিজে জাঁকিয়ে বসেন মার্শ ও হ্যান্ডসকম্ব৷ ৫৩ রানে ফেরেন মার্শ৷ তবে হ্যান্ডসকম্বের উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা৷ ৭২ রানে অপরাজিত থাকেন তিনি৷
চতুর্থ দিন ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার ডাবল সেঞ্চুরি দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিল৷ শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা দিয়েছিলেন জাদেজা৷ সেই ফর্মই পঞ্চম দিন ধরে রাখলে টেস্ট জয় নিশ্চিত ছিল৷ কিন্তু অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলল না৷ তাঁদের বিরুদ্ধে কাজে এল না বিরাটের স্ট্র্যাটেজি৷ স্লেজিংয়ের মধ্যেও নিজেদের খেলা চালিয়ে গেলেন ম্যাথিউ ওয়েডরা৷ ফলে অমীমাংসিতভাবে শেষ হল তৃতীয় টেস্ট৷
Match Drawn!! #INDvAUS pic.twitter.com/LZkjdIfKpU
— BCCI (@BCCI) March 20, 2017
বিজয় হাজারে ট্রফিতে বাংলার কাছে পরাস্ত হয়েছে ঝাড়খণ্ড৷ ফলে সোমবার ঝাড়া হাত-পায়ে বিরাটবাহিনীকে উতসাহ দিতে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু দলের জয় আর দেখা হল না তাঁর৷ টেস্ট ড্র হলেও অবশ্য কিছু দারুণ মুহূর্তের সাক্ষী থাকল রাঁচি৷ স্মিথের সেঞ্চুরি, ঋদ্ধি-পূজারার দুরন্ত পার্টনারশিপ, জাদেজার স্পিন ঝড়৷ কিন্তু দিনের শেষে ঋদ্ধিদের আক্ষেপ একটাই৷ অজিবাহিনীর বিরুদ্ধে তাঁদের চোখ ধাঁধানো পারফরম্যান্সেও জয় এল না৷ আর ড্র ম্যাচ কি কেউ মনে রাখে? হয়তো না৷ তাই এবার ধরমশালাতেই জয়ের ইতিহাস রচনা করতে চাইছে টিম ইন্ডিয়া৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.