সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) পূর্ণাঙ্গ সূচি। এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (India Cricket Team)। তবে এবার চারটি নয়, পাঁচটি টেস্ট খেলতে হবে ভারতকে। এর আগে টেস্ট সিরিজের ভেন্যু প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এবার প্রকাশিত হল প্রতিটি টেস্টের দিনক্ষণ।
এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। তবে গত অস্ট্রেলিয়া সফরে পিঙ্ক বলের সিরিজের সূত্রপাতটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির নেতৃত্বে সেবার মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে এবারে অ্যাডিলেডের টেস্টে সবার বিশেষ নজর থাকবে।
তৃতীয় টেস্ট হবে ব্রিসবেনের গাব্বায়। ১৪ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নের এমএসজি-তে শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিরিজের পঞ্চম টেস্টটি হবে সিডনিতে। পরের বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে শেষ টেস্ট।
২০২০-২১ সালে শেষ বার বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ভারত। ভাঙাচোরা টিম নিয়েও সে বার ২-১ ব্যবধানে অজিদের হারায় রবি শাস্ত্রীর ভারত। ২০১৮-১৯ মরশুমেও সেখানে গিয়ে জিতেছিল ভারত।
একনজরে বর্ডার-গাভাসকর ট্রফির সূচি:
২২-২৬ নভেম্বর, ২০২৪: পার্থ
৬-১০ ডিসেম্বর, ২০২৪: অ্যাডিলেড ওভাল (দিন-রাতের ম্যাচ)
১৪-১৮ ডিসেম্বর, ২০২৪: গাব্বা, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর, ২০২৪: এমএসজি, মেলবোর্ন
৩-৭ জানুয়ারি, ২০২৫: এসসিজি, সিডনি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.