Advertisement
Advertisement
IND vs ENG

ইংল্যান্ডকে থামাতে ভারতের নতুন ‘পরিকল্পনা’, ফাঁস করলেন ভরত

কী সেই পরিকল্পনা?

India are not afraid to play reverse sweeps, says KS Bharat before IND vs ENG Second Test । Sangbad Pratidin

কেএস ভরত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 1, 2024 4:18 pm
  • Updated:February 1, 2024 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি ভারতীয় দল (India Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটারদের যদি রিভার্স সুইপ করতে দেখেন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেএস ভরত (KS Bharat) সেরকমই ইঙ্গিত দিয়েছেন সাংবাদিক বৈঠকে।
শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়া সিরিজে পিছিয়ে রয়েছে। ঘুরে দাঁড়াতে ভারতীয় দলকে বিশেষ কিছু করতেই হবে। ইংল্যান্ডের বোলারদের ছন্দ নষ্ট করতে রিভার্স সুইপও করতে পারেন ভারতীয় ব্যাটাররা। ভরত বলেছেন, ”সুইপ, রিভার্স সুইপ বা প্যাডেল শট কী করে করতে হয়, আমরা জানি। কিন্তু নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মুহূর্তের উপরে সব নির্ভর করছে।” 

[আরও পড়ুন: মনোজের বাংলার চাপ বাড়িয়ে রাহানের মুম্বইতে ফিরলেন পৃথ্বী শ]

হায়দরাবাদে কোথায় ভুল হয়েছিল, কী সমস্যা হয়েছিল, সেই ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন ভারতীয় ক্রিকেটাররা। ভরত বলেন, ”কোন জিনিসটা আরেকটু ভালো করা উচিত ছিল, আরও ভালো করতে পারতাম আমরা, টিম মিটিংয়ে আমরা সেই আলোচনা করি। বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় টেস্টে ওদের বিরুদ্ধে রিভার্স সুইপও আমরা খেলতে পারি।”
প্রথম টেস্টে ইংল্যান্ডের স্পিনার টম হার্টলি সাতটি উইকেট নিয়েছিলেন। ভরত বলছেন, ”আমরা বোলারের বিরুদ্ধে খেলি না, আমরা বল খেলি, বলের মুখোমুখি হই। অনভিজ্ঞ বলে কিছু হয় না ক্রিকেটে। নির্দিষ্ট দিনে যে ভালো বল করে, তাকে কৃতিত্ব দিতেই হবে।” দ্বিতীয় টেস্টের ফলাফল কী হবে, তার উত্তর দেবে সময়।

Advertisement

[আরও পড়ুন: নির্মলার বাজেট বক্তৃতায় প্রজ্ঞানন্দের নাম, দেশের খেলাধুলো নিয়ে আর কী বললেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement