Advertisement
Advertisement

Breaking News

India vs Pakistan

লড়াই শুধু মাঠেই, ম্যাচ শেষে সেলফি তোলায় মত্ত ভারত-পাক ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল

দুই দলের সৌহার্দ্যের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।

India and Pakistan cricketers met each other after T20 World Cup clash | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 13, 2023 2:07 pm
  • Updated:February 13, 2023 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (T20 World Cup) শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল ভারত-পাকিস্তানের (India vs Pakistan)। মাঠে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসেন হরমনপ্রীত কৌররা। তবে ম্যাচের শেষে দুই দলের মধ্যে সৌহার্দ্যের ছবিই ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। হাসিঠাট্টা, সেলফি তোলায় মেতে ছিলেন দুই দলের ক্রিকেটাররা। মাঠের মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের লেশমাত্র ছিল না বিসমা-জেমাইমাদের মধ্যে। ম্যাচের পরে দুই দলের সৌজন্য বিনিময়ের ভিডিও প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) প্রথম ম্যাচেই মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। মাত্র ১৪৯ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেলেও পালটা লড়াই শুরু করেন পাক বোলাররা। রানের গতি কমে গিয়ে সমস্যায় পড়েন হরমনপ্রীতরা। শেষ পর্যন্ত জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষের ইনিংসের ভর করে জয় পায় ভারত। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতেন হরমনরা।

Advertisement

[আরও পড়ুন: ধরমশালা নয়, এই মাঠেই হবে তৃতীয় টেস্ট, নাম ঘোষণা করল BCCI]

তবে মাঠের মধ্যে যতই লড়াই থাক, ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে বন্ধুর মতো মিশলেন দুই দলের ক্রিকেটাররা। মজা, হাসিঠাট্টায় মেতে উঠলেন রিচা-আয়েশারা। দুই দেশের খেলোয়াড়রা মিলে সেলফিও তুললেন। দলের সদস্যদের সই করা জার্সিও তুলে দিলেন বিপক্ষ খেলোয়াড়দের হাতে। ম্যাচের চাপ ভুলে খোশমেজাজেই দেখা যায় দুই দলের ক্রিকেটারদের।

তবে এই প্রথম নয়, আগেও দুই দলের মহিলা ক্রিকেটারদের মধ্যে সদ্ভাব দেখা গিয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের সময় পাক অধিনায়ক বিসমার শিশুকন্যার সঙ্গে সেলফি তুলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। অন্যদিকে, চাপে পড়ে গিয়েও যেভাবে ম্যাচ ফিনিশ করতে পেরেছেন, তা নিয়ে খুশি জেমাইমা। তাঁর মতে, দলে তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রয়েছে। একবছর ধরেই শক্তিশালী দল গড়ে তুলছেন তাঁরা। বিশ্বকাপে সাফল্য পেতে আশাবাদী জেমাইমা।

[আরও পড়ুন: এত চোট কেন? রোহিত-বিরাটদের সমস্যা খতিয়ে দেখতে নতুন সিস্টেম চালু BCCI-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement