সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ থেকে ২০১৭। এই দশ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি ভারত (Indian Cricket Team)। এমনকী, ২০০৭ সালে যেবার ধোনির ভারত বিশ্বচ্যাম্পিয়ন হল, সেবারও কিউয়িদের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। গত এক সপ্তাহে সম্পূর্ণ বদলে গিয়েছে ছবিটা। মাত্র ৬ দিনের ব্যবধানে টিম ইন্ডিয়া কিউয়িদের বিরুদ্ধে জিতে গিয়েছে চারটি ম্যাচ। নিউজিল্যান্ডের (New Zealand ) বিরুদ্ধে ভারতীয় দলের যে লজ্জাজনক রেকর্ড ছিল, তা বদলে গিয়েছে নিমেষে। রবিবারও যদি কোহলির ভারত কিউয়িদের হারাতে পারে, তাহলে ষোল কলা পূর্ণ হবে। আর সেই সঙ্গে অভিনব বিশ্বরেকর্ডের মালিক হবে টিম ইন্ডিয়া।
চতুর্থ টি-টোয়েন্টির আগেই অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিয়েছিলেন, তাঁদের এখন লক্ষ্য সিরিজ ৫-০ করা। ভারত যে ফর্মে খেলছে, তাতে সিরিজের শেষ ম্যাচেও টিম ইন্ডিয়াই ফেভরিট। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, পরপর দুটি সুপার ওভারে হার নিউজিল্যান্ডকে মানসিকভাবেই বিপর্যস্ত করে দেবে। তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন হবে। আর ভারত যদি সিরিজের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে বিশ্বের একমাত্র দল হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫-০ ব্যবধানে সিরিজ জেতার কৃতিত্ব থাকবে টিম ইন্ডিয়ার দখলে। এর আগে আর কোনও দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫-০ ম্যাচের ব্যবধানে জেতেনি। আগে অবশ্য এত বড় টি-টোয়েন্টি সিরিজ খেলাও হয়নি বেশি। আইসিসির পরিসংখ্যান বলছে, ভারত-নিউজিল্যান্ড সিরিজের আগে মাত্র ৪টি পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে। এর কোনওটিতেই কোনও দল ক্লিন সুইপ করতে পারেনি। কোহলির ভারতই প্রথম দল হিসেবে সেই কৃতিত্ব অর্জন করতে পারে।
শেষ ম্যাচে জয় চাইলেও পরীক্ষা-নিরীক্ষার রাস্তা থেকে সরে আসতে রাজি নয় টিম ইন্ডিয়া। সূত্রের খবর, রবিবারও দলে একাধিক পরিবর্তন হতে পারে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও তরুণদের সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। টানা দুর্দান্ত ফর্মে খেলতে থাকা লোকেশ রাহুলকে রবিবার বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে আগের ম্যাচে বিশ্রাম পাওয়া রোহিত শর্মা দলে ফিরবেন। রবিবার বিশ্রাম পেতে পারেন ভাল ফর্মে থাকা শ্রেয়স আইয়ারও। তাঁর পরিবর্তে দলে আসতে পারেন ঋষভ পন্থ। তাঁকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে। বোলিং বিভাগে এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন জাদেজা। সেক্ষেত্রে বসতে হবে শিবম দুবেকে। অন্যদিকে, বিশ্রাম পেতে পারেন জশপ্রীত বুমরাহও। শেষ ম্যাচে একসঙ্গে খেলতে পারেন সাইনি এবং শার্দূল ঠাকুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.