Advertisement
Advertisement
India A vs Australia A

অনুশীলন ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতীয় এ দলের, প্রাথমিক ধাক্কা সামলে দুর্দান্ত শতরান রাহানের

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ০ রানে আউট ৩ ভারতীয় ব্যাটসম্যান।

India A vs Australia A: Rahane steady as India A batting fails to deliver |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 6, 2020 12:41 pm
  • Updated:December 6, 2020 12:49 pm  

ভারত এ: ২৩৭-৮ (রাহানে ১০৮*, পুজারা ৫৪)
অস্ট্রেলিয়া এ:
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনিতে বিকেলে বিরাট কোহলিরা (Virat Kohli) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে সকালে মাঠে নেমে পড়েছিল ভারতের আর একটি দল। টেস্টের প্রস্তুতি হিসেবে দ্বিতীয় দল নিয়ে মাঠে নামেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। শিখর, মায়াঙ্করা যখন টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত হয়ে পড়বেন, তখন সিডনির আর একটি মাঠে দলের হয়ে ওপেন করতে নামলেন শুভমান গিল ও পৃথ্বী শ। এক কথায় যাদের প্রথম টেস্টে বেঞ্চে থাকার কথা, তাদের অনেকেই এদিন সুযোগ পেয়ে গেলেন।

Advertisement

অস্ট্রেলিয়া অবশ্য টেস্টের দলের অনেককে এখানে পেয়ে যায়। বিশেষ করে পেস বোলারদের খেলিয়ে দেখে নিচ্ছে ক্রিকেট অস্ট্রলিয়া। আর তারাই শুরুতে ধাক্কা দেন ভারতীয় শিবিরে। শুভমান (Subhman Gill) কোহলিদের সঙ্গে শেষ ওয়ানডে খেলে রান পেয়েছিলেন। কিন্তু অনুশীলন ম্যাচে খাতা খুলতে পারলেন না। নিসারের প্রথম বলে তিনি হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ভারতও তখন রানের মুখ দেখতে পায়নি। এরুর তৃতীয় ওভারে প্যাটিনসনের বোলিংয়ে টেস্ট অধিনায়ক পেনের হাতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী। তিনিও কোনও রান করতে পারেননি।

[আরও পড়ুন: ‌‘‌যারা বাউন্সার খেলতে পারে না, তাদের কনকাশন সাব নেওয়াই উচিত না’‌, মন্তব্য ক্ষুব্ধ গাভাসকরের]

তিন ওভারের মধ্যে দলের ৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ায় চাপে পড়ে ভারত। তৃতীয় উইকেটে পুজারা সঙ্গে জুটি বাঁধেন হনুমা বিহারী। তিনি শুরুটা ভাল করলেও বেশি এগোতে পারলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় তিনি আউট হন। ভারত তখন তিন উইকেটে ৪০। প্রাথমিক ঝটকা কাটিয়ে রাহানেকে নিয়ে পুজারা নিজস্ব স্টাইলে ব্যাটিং শুরু করেন। রান এল ওঁদের জুটিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’বছর আগে পাঁচশোর উপর রান করে পুজারা সিরিজের সেরা হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ৫৪ রানে তিনি প্যাটিনসনের বোলিংয়ে হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৪০ বলের ইনিংসে পুজারা মেরেছেন পাঁচটি বাউন্ডারি। রাহানের সঙ্গে জুটিতে ৭৬ রান। এরপর ঋদ্ধিমান সাহা এসেও রান পেলেন না। পার্টটাইম বোলার হেডের বোলিংয়ে ঋদ্ধি আউট হন কোনও রান করার আগেই। উলটোদিকের উইকেটে তখনও লড়ে যাচ্ছেন রাহানে

[আরও পড়ুন: নিউজিল্যান্ডে নামতেই কীভাবে করোনা পজিটিভ একসঙ্গে ১০ ক্রিকেটার? তদন্তের নির্দেশ পাক বোর্ডের]

টিম ইন্ডিয়ার (Team India) ভাইস ক্যাপ্টেন বোলারদের নিয়ে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তুললেন। এবং দুর্দান্ত শতরান করলেন। আরও বড় প্রাপ্তি দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন রাহানে। আরও তাৎপর্যপূর্ণভাবে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। যদিও তাঁর একার লড়াই বেশি কাজে এল না। দিনের শেষে ভারতের স্কোর দাঁড়াল ৮ উইকেটে ২৩৭। প্রসঙ্গত, অনুশীলন ম্যাচে স্পিনে অশ্বিনের সঙ্গে আছে কুলদীপ যাদব। পেসার হিসেবে দলে আছেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও কার্তিক ত্যাগী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement