Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

‘ধোনির কাছে আজীবন ঋণী থাকব’, অকপটে জানিয়ে দিলেন অশ্বিন

আইপিএলে ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে অশ্বিন।

Indebted to Mahendra Singh Dhoni for the rest of my life, says Ravichandran Ashwin

উইকেট নেওয়ার পর অশ্বিনকে শুভেচ্ছা জানাচ্ছেন ধোনি। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 17, 2024 2:17 pm
  • Updated:March 17, 2024 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ‌্যই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। যে অর্জনের জন‌্য তামিলনাড়ু ক্রিকেট অ‌্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে শনিবার সংবর্ধিত করল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। আর এই অনুষ্ঠানে আবেগবিহ্বল অশ্বিন জানালেন, তিনি আজীবন ঋণী থাকবেন প্রাক্তন ভারত (Team India) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কাছে।

সিএসকে (CSK) অধিনায়ক তাঁকে যে সুযোগ দিয়েছিলেন, তা কোনওদিনই তিনি ভুলতে পারবেন না। স্মৃতি রোমন্থন করে অশ্বিন বলেন, “২০০৮ সালের আইপিএল আমি প্রথমবার সিএসকে শিবিরে যোগ দিই। সেই সময় দলে ছিলেন মুথাইয়া মুরলীধরন, ম‌্যাথু হেডেনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। সেবার একটা ম‌্যাচও খেলার সুযোগ পাইনি। কিন্তু ২০১১ সালের আইপিএল ফাইনালে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোরের বিরুদ্ধে আমার হাতে নতুন বল দিয়েছিল ধোনি। আমার উপর ভরসা রেখেছিল। আমি আউট করেছিলাম ফর্মে থাকা ক্রিস গেইলকে। ধোনির এই সিদ্ধান্তই আমাকে ক্রিকেটে চলার পথে এগিয়ে যেতে সাহায‌্য করেছিল। আজীবন আমি ধোনির কাছে ঋণী হয়ে থাকব।”

Advertisement

[আরও পড়ুন: বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবেন না! বোর্ডকে বার্তা রোহিতের]

এই অনুষ্ঠানে অশ্বিন সম্পর্কে রাহুল দ্রাবিড় বলেন, “আমার মনে হয় এখানেই শেষ হয়ে যাওয়া উচিত নয়। ও নিজেকে আরও নিঁখুত গড়ে তুলতে পারবে।”

কিছু দিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ১০০ টেস্ট এবং ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন। ২৬টি উইকেট নিয়ে সিরিজে তিনিই সফলতম বোলার। বেশ কিছু নজিরও গড়েছেন তিনি। মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও এক দিনের মধ্যে অশ্বিন রাজকোটে ফিরে গিয়েছিলেন টেস্ট খেলার জন্য।

[আরও পড়ুন: পিচ বিকৃত করেই বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement