সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটল যশস্বী জসওয়ালের। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ঈশান কিষানের পরিবর্তে প্রথম একাদশে ঢুকলেন তিনি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ হেরে বসে আছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়াকে বেশ অসহায়ই মনে হয়েছে। শুভমান গিল চূড়ান্ত ব্যর্থ। মিডল অর্ডারও ভুগিয়েছে দলকে। বোলিং বিভাগও তথৈবচ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে ভারতকে। এমন পরিস্থিতিতে এদিন ঈশানকে বসিয়ে যশস্বীকে সুযোগ দেন ক্যাপ্টেন হার্দিক। চলতি সিরিজে হতশ্রী পারফরম্যান্সের জন্যই ঈশানকে বসানোর সিদ্ধান্ত।
💬 💬 “It’s my pleasure to give a cap to a Test player. Be yourself, be fearless.” ☺️ 👏
Some special words from Suryakumar Yadav as he handed over Yashasvi Jaiswal his T20I cap. 🧢
Follow the match ▶️ https://t.co/3rNZuAjmnf #TeamIndia | #WIvIND | @ybj_19 | @surya_14kumar pic.twitter.com/giYHFIkCH4
— BCCI (@BCCI) August 8, 2023
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল যশস্বীর। যেখানে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন তরুণ তুর্কি। অভিষেক ম্যাচে ১৭১ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এবার কুড়ি-বিশের ফরম্যাটে নিজেকে প্রমাণ করার পালা তাঁর। এদিন তাঁর হাতে টি-টোয়েন্টির ক্যাপ তুলে দেন সূর্যকুমার যাদব। বলেন, “টেস্ট তারকার হাতে টি-টোয়েন্টির ক্যাপ তুলে দিতে পেরে আমি অত্যন্ত খুশি।”
উল্লেখ্য, গত ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি কুলদীপ যাদব। তাঁর পরিবর্তে দলে ঢুকেছিলেন রবি বিষ্ণোই। গত ম্যাচে তাঁর ওভারেই ম্যাচ চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে। নিকোলাস কুরান তাঁকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেন। তবে এদিন চোট সারিয়ে ফিরেছেন কুলদীপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.