Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে ফের মাঠে বিরাটের ভাংড়া নাচ! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

বাইশ গজের যুদ্ধের বাইরে ফুরফুরে মেজাজে বিরাট!

IND vs SA: Virat Kohli's bhangra pose after Team India level Test series with South Africa goes viral। Sangbad Pratidin

ম্যাচের শেষে বিরাটকে এমন খোলা মনে দেখা গেল। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 5, 2024 4:28 pm
  • Updated:January 5, 2024 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার মাঠের মধ্যেই ভাংড়া নাচলেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে কেপটাউন টেস্টে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে এভাবেই সেলিব্রেশন করতে দেখা গেল। তাঁর সেলিব্রেশনের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বক্সিং ডে টেস্টে এক ইনিংস ৩২ রানে হারলেও, বিরাট ব্যাটে দাপট বজায় রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেছিলেন কিং কোহলি। এবার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামের বাইশ গজেও বিরাটের লড়াকু ব্যাটিং দেখা গেল। প্রবল চাপের মুখে করেছিলেন ৫৯ বলে ৪৬ রান। আর এর পর টেস্ট সিরিজে সমতা ফেরানোর পরেই উৎসবে মাতলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘কুস্তিগিরদের মৃত্যুর হুমকি থেকে টাকার টোপ!’, ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দিল্লি পুলিশের]

 

কেরিয়ারে এখনও পর্যন্ত ১১৩টি টেস্ট খেলেছেন বিরাট। ১৯১টি ইনিংসে তাঁর রান ৮৮৪৮। গড় ৪৯.১৫। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪। সঙ্গে রয়েছে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। সার্বিকভাবে লাল বলের ক্রিকেটে দাপট দেখানোর সঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ১৬টি টেস্ট খেলেছেন বিরাট। রান ১৪০৮। সর্বোচ্চ অপরাজিত ২৫৪। গড় ৫৪.১৫। সঙ্গে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি।

এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেও দাপুটে পারফরম্যান্স করেছেন বিরাট। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এখনও পর্যন্ত ৯টি টেস্টে ৮৯১ রান করেছেন। সর্বোচ্চ ১৫৩। গড় ৪৯.৫০। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি। আর তাই এহেন বিরাটের উপর আরও একবার বাজি ধরেছিলেন জ্যাক কালিস-এবি ডিভিলিয়ার্সের মতো প্রাক্তনরা।

১৯৯২-৯৩ মরশুম থেকে ২০২৩-২৪। রামধনুর দেশে গত ৩২ বছরে ভারতের টেস্ট জয়ের সংখ্যা মাত্র ৫। এর মধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১০-১১ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার অনেকেই আশা করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়বে ভারত। তবে সেই স্বপ্ন সত্যি হল না। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ফলাফলে শেষ করার পর, একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। আর এবার টেস্ট সিরিজের ফলাফল দাঁড়াল ১-১। সেই স্মৃতি নিয়েই দেশে ফিরে আসছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা দায়ের করলেন ধোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement