নেটে মারমুখী মেজাজে বিরাট। ছবি: এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টে এক ইনিংস ৩২ রানে হারলেও, বিরাট কোহলি (Virat Kohli) দাপট বজায় রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। বেশ বোঝা যাচ্ছে দ্বিতীয় ও তথা শেষ টেস্টে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। কাগিসো রাবাদা (Kagiso Rabada), মার্কো জ্যানসেনদের (Marco Jansen) বিরুদ্ধে নামার আগে নেটে একেবারে রুদ্রমূর্তি ধারণ করলেন ‘কিং কোহলি’। রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) লাগাতার ছক্কা মারলেন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
বিরাটের ব্যাটিং দেখে বোঝা গিয়েছে তিনি এবারও আক্রমণাত্মক মেজাজে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবেন। যেভাবে রবীন্দ্র জাদেজা, অশ্বিনদের নেটে ওড়ালেন, তাতে বেশ বোঝা যাচ্ছে গত টেস্টের মতো ফর্ম ধরে রাখতে পারলে, বিপক্ষ দল এই ছন্দ বজায় থাকলে প্রোটিয়া বাহিনী চাপে থাকবে।
Virat Kohli at nets. Lofts Ashwin for a Six.#IndianCricketTeam #INDvsSA pic.twitter.com/W9MkUGMvwB
— Kushan Sarkar (@kushansarkar) January 1, 2024
সেঞ্চুরিয়নে বিশ্রীভাবে হারের জ্বালা জুড়তে কোহলিদের ব্যাটিং যেন ক্ষতে মোমের প্রলেপ দিয়েছে। নেটে কোহলির ব্যাটিং দৃশ্য এক সাংবাদিক মোবাইলে ভিডিও তুলে এক্স হ্যান্ডলে শেয়ার করতেই সেটি ভাইরাল হয়ে যায়। নেটে একের পর এক ছয় মেরেছেন বিরাট। তাও আবার অশ্বিনকে। এই ভাইরাল ভিডিও দেখে ক্রিকেট প্রেমীরা আশ্বস্ত হতেই পারেন। বিরাট আগ্রাসী মেজাজেই রয়েছেন।
কেরিয়ারে ১১২টি টেস্টের ১৮৯টি ইনিংসে বিরাটের রান ৮৭৯০। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪। ৪৯.৩৮ গড় নিয়ে করেছেন ২৯টি শতরান ও ৩০টি অর্ধ শতরান। এমনকি সামগ্রিকভাবে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখার মতো। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫টি টেস্টের ২৬টি ইনিংসে তাঁর রান ১৩৫০। সর্বোচ্চ অপরাজিত ২৫৪। ৫৬.২৫ গড় নিয়ে করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এহেন বিরাট সিরিজের শেষ টেস্টে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.