ডিন এলগারকে এভাবেই সম্মান জানালেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ ক্রিকেটীয় স্পিরিটের উদাহরণ দিল টিম ইন্ডিয়া (Team India)। নিজের হোম গ্রাউন্ড কেপটাউনে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন ডিন এলগার (Dean Elgar)। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বলেছিলেন, “আমি তো একদিনের দলে খেলার সুযোগ পাই না। তাই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারলে সেটা আমার কাছে বিশ্বকাপ জয়ের মতো হবে।”
তবে শেষরক্ষা হল না। দুই ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকাকে (South Africa) সাত উইকেটে হারতে হল। তবে তাতে কি! ম্যাচ শেষ হতেই এলগারের হাতে নিজের জার্সি তুলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিছুক্ষণ পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাঁহাতি ওপেনারের হাতে ভারতীয় দলের ক্রিকেটারদের সই করা জার্সি তুলে দেন রোহিত শর্মা (Rohit Sharma)।
টেস্ট দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোট পেয়েছিলেন। ফলে কেপটাউন টেস্টে এলগারের কাঁধেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় এই দায়িত্ব পালন করেছেন। সদ্য সমাপ্ত টেস্টে প্রথম ইনিংসে তাঁকে বোল্ড করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে এলগারকে ফেরান মুকেশ কুমার। স্লিপে তাঁর ক্যাচ নিয়েছিলেন বিরাট। এলগার আউট হওয়ার পর মুকেশ এবং অন্য সতীর্থদের সেলিব্রেশনে নিষেধ করেছিলেন বিরাট। বরং দারুণ কেরিয়ারের জন্য কুর্নিশ জানান। বিরাট তাঁকে আলিঙ্গন করেন। এলগারকে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন মুকেশ, বুমরাহ। দ্বিতীয় দিন আরও একটা অনন্য মুহূর্ত দেখা গেল। নিজের জার্সিতে সতীর্থদের সই নিলেন বিরাট। উপহার হিসেবে দিলেন এলগারকে।
Spirit of Cricket 👏#TeamIndia | #SAvIND pic.twitter.com/MkW3IiPraY
— BCCI (@BCCI) January 4, 2024
এর পর একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন রোহিত। ২০১১ সালের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। সিরিজে সবচেয়ে বেশি রান এলগারের। ২০১ রান করেছেন তিনি। এদিকে দারুণ বোলিং করেছিলেন বুমরাহ। এলগার-বুমরাহকে যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার দেওয়া হয়। ট্রফি নিয়ে একসঙ্গে পোজ দিলেও বুমরাহ সেটি এলগারকেই রাখতে বলেন। কেরিয়ারের শেষ ম্যাচ ও সিরিজের স্মৃতি হিসেবে এই ট্রফি রাখার অনুরোধ করেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
চেয়েছিলেন কেরিয়ারের শেষ সিরিজ জিতে মাঠ ছাড়তে। তবে সেটা হল না। যদিও বিপক্ষ দলের কাছ থেকে সম্মান পেয়ে মাঠ ছাড়লেন ৮৬টি টেস্টের ১৫২ ইনিংসে ৫৩৪৭ রান করা এলগার। যিনি ৩৭.৯২ গড় নিয়ে করেছিলেন ১৪টি শতরান ও ২৩টি অর্ধ শতরান। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে ১৯৯ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.