Advertisement
Advertisement
IND vs SA

IND vs SA: তারকা পেসারের ছিটকে যাওয়ার সম্ভাবনা, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিতের চিন্তা বাড়ল!

জশপ্রীত বুমরাহের সঙ্গী কে হবেন?

IND vs SA: Team India in deep trouble, Mohammed Shami unlikely for South Africa Tests। Sangbad Pratidin

মাঠে বল পড়ার আগেই রোহিতের চাপ বাড়ল! ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 14, 2023 6:16 pm
  • Updated:December 14, 2023 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup 2023) হারের শোক এখনও ভুলে যায়নি টিম ইন্ডিয়া (Team India)। এরমধ্যে রোহিত শর্মার (Rohit Sharma) দলের জন্য আরও একটা খারাপ খবর। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ শামির (Mohammed Shami) খেলা নিয়ে সংশয় তৈরি হল। প্রোটিয়া সফরের দুই টেস্টেই যদি তারকা জোরে বোলারকে খেলতে না দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শোনা যাচ্ছে ‘সহেসপুর এক্সপ্রেস’-এর চোট নাকি বেশ সিরিয়াস! তাই আসন্ন টেস্ট সিরিজে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। 

গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও এখনও যাননি শামি। শেষ ল্যাপে রোহিত-বিরাট কোহলি (Virat Kohli) ১৫ ডিসেম্বর রওনা দেবেন। তাঁদের সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় পা রাখবেন জশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনিরা। সকলেই দুবাই থেকে দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন। এঁদের সঙ্গেই প্রোটিয়া সফরে যাওয়ার কথা ছিল শামির। তবে আপাতত তা হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ধোনি ম্যানিয়ায় মজে পশ্চিমবঙ্গ পুলিশ! কিন্তু কীভাবে?]

Mohammed Shami
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত মহম্মদ শামি। ফাইল ছবি
গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত হয়। বোর্ডের তরফে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, শামি বর্তমানে চোট সারিয়ে তুলতে ব্যস্ত। বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছিল, ‘মহম্মদ শামি বর্তমানে চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। দলে তাঁর জায়গা পাওয়ার বিষয়টি ফিট হওয়ার ওপর নির্ভর করছে।’ বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন শামি। সেই গোড়ালির চোট উপেক্ষা করেই মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শামি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। সেই সময় নাকি তাঁর ডান পায়ের পাতা ফেলার সময় যন্ত্রণা হচ্ছিল। এমনটাই শোনা যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় শামি খেলতে না পারলে তাঁর পরিবর্ত কে হবেন, এখনও জানাননি নির্বাচকরা। তবে জানা যাচ্ছে, টি২০ এবং ওয়ানডে সিরিজের জন্য ভারতের সমস্ত প্ৰথম সারির বোলাররা বর্তমানে দক্ষিণ আফ্রিকায়। আপদকালীন ভিত্তিতে তাঁদের মধ্য থেকে কাউকে জুড়ে দেওয়া হতে পারে টিম ইন্ডিয়া টেস্ট দলের সঙ্গে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে ৭৫ জনের বেশি ভারতীয় ক্রিকেটার রয়েছেন। ডিসেম্বরের ২৬ থেকে প্ৰথম টেস্ট শুরু হচ্ছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। জানুয়ারির ৩ তারিখে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

[আরও পড়ুন: ‘মোদি এলেন বলেই…’, ফাইনালের পরে ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে মুখ খুললেন শামি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement