Advertisement
Advertisement
IND vs SA

‘খেলায় হারজিত থাকে’, চুনকামের পরও সূর্য দাঁড়াচ্ছেন রোহিতের পাশেই

শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

IND vs SA: Suryakumar defends Rohit Sharma's captaincy despite of whitewashed by New Zealand

সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 7, 2024 6:57 pm
  • Updated:November 7, 2024 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের জ্বালায় এখনও ভালোভাবে প্রলেপ পড়েনি। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে অবশ্য নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। মাসকয়েক আগে রোহিত শর্মার অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে প্রতিপক্ষ ছিল প্রোটিয়ারাই। স্বাভাবিকভাবেই ফের দুই দলের মোকাবিলার পারদ চড়ছে। তার মধ্যেই উঠে এল কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যর্থতার কথাও।

সূর্যকুমার অবশ্য রোহিতের পাশেই দাঁড়াচ্ছেন। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ডারবানে। তার আগে সাংবাদিক সম্মেলনে সূর্য জানালেন, “খেলায় হারজিত থাকেই। সকলেই পরিশ্রম করে। কখনও সেটা কাজে লাগে, কখনও নয়। সেটা আমি রোহিত শর্মার থেকেই শিখেছি। জীবনে ভারসাম্য খুব জরুরি। ভালো ও খারাপ সময়কে ওর মতো গ্রহণ করতে খুব কম লোককেই দেখেছি। ওকে আমি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে উন্নতি করতে দেখেছি।”

Advertisement

সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে জয় পেয়েছিল ভারত। তাঁর স্পষ্ট বক্তব্য, অধিনায়ক হিসেবে কীভাবে চাপ সামলাতে হয়, সেটা রোহিতের থেকেই শিখেছেন। তিনি বলেন, “আমি রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। ওর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছি। মাঠে থাকলে ওর থেকে শিখি। কীভাবে ও চাপ সামলায়, মাথা ঠান্ডা রাখে এবং বোলারদের সঙ্গে কথা বলে। একজন প্লেয়ার হিসেবে আমিও চাই তোমার নেতা তোমার সঙ্গে সময় কাটাক। আমিও সেটাই চেষ্টা করি। যখন মাঠে থাকি না চেষ্টা করি প্লেয়ারদের সঙ্গে সময় কাটাতে। তাঁদের সঙ্গে খাবার খেতে। আমার মতে এই ছোট ছোট বিষয়গুলো মাঠে প্রভাব ফেলে। যদি তুমি সতীর্থদের সম্মান আদায় করতে চাও, তাহলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

রোহিত-বিরাটের অবসরের পর তরুণ তুর্কিদের হাতেই দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ। যার নেতৃত্বে সূর্যকুমার যাদব। নিজের নেতৃত্বের ধরন নিয়ে স্কাইয়ের বক্তব্য, “একজন নেতা ঠিক করে কোন ফরম্যাটে তার দল কীভাবে খেলবে। একজন অধিনায়ক জিততে চায়, কিন্তু নেতা ঠিক করে, তার দল কীভাবে খেলবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement