সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভারত-পাকিস্তান মহারণে কি বাদ সাধতে পারে বৃষ্টি? আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস বলছে, সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমনিতে শুক্রবার সকাল থেকে আহমেদাবাদের আকাশ ঝকঝকে। সেই সঙ্গে বাড়তি পাওনা গরম আর লু। কিন্তু হাওয়া অফিস বলছে, শনিবার পরিস্থিতি কিছুটা বদলালেও বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, শনিবার আহমেদাবাদে হালকা হলেও বৃষ্টির (Met Dept) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের এক কর্তা জানিয়েছেন, শনিবার আহমেদাবাদে বৃষ্টি হতে পারে। পরের পাঁচ দিন সেই সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে শহরতলিতেও বৃষ্টি হবে।
অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সেভাবে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও হালকা বৃষ্টি হতেই পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকবে। যা খেলার ফলাফলে বিরাট প্রভাব ফেলতে পারে। কারণ মেঘলা আকাশে অনেক সময় পেস বোলাররা খানিকটা হলেও বাড়তি সুবিধা পান। সুইং পান। যা পাক পেসারদের সুবিধা দেবে। তবে আকাশ যদি মেঘলা থাকে তাহলে বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজরাও সাহায্য পাবেন।
এবারের বিশ্বকাপের (Ind vs Pak World Cup 2023) কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। শনিবার ভারত-পাক ম্যাচের আগে তাই একটি মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় বোর্ড। দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিত সিং, শংকর মহাদেবনরা। কিন্তু বৃষ্টি হলে বোর্ডের সব পরিকল্পনায় প্রশ্নচিহ্ন পড়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.