নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বসছে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) আসর। স্বভাবতই সেই দেশের একাধিক স্টেডিয়ামে চলছে সংস্কারের কাজ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে (Nassau County International Cricket Stadium) আয়োজিত হবে ‘মাদার অফ অল ব্যাটল’। সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছে আইসিসি (ICC)। ৯ জুন বাইশ গজের যুদ্ধে মুখোমুখি হবেন রোহিত শর্মা (Rohit Sharma)-বাবর আজমরা (Babar Azam)। গোটা ক্রিকেট দুনিয়া বিরাট কোহলি (Virat Kohli) ও শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হল সঠিক সময় এই স্টেডিয়াম আদৌ তৈরি করা যাবে তো!
হাতে আর মাত্র ছয় মাস সময়। কিন্তু সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠ যেন চাষের জমি! স্বভাবতই সেই ভিডিও এবং ছবি সোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
Under construction? They haven’t even broken ground yet, and won’t until February. This is what the Nassau County, NY cricket stadium site for the 2024 T20 World Cup currently looks like. https://t.co/0jiG5rs1GR pic.twitter.com/A8yGh0dT2A
— Peter Della Penna (@PeterDellaPenna) December 31, 2023
শুধু ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নয়। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি-র প্রধান জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের আগে নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্মোচন করতে পেরে তাঁরা উত্তেজিত। অবশ্য এখনও এই স্টেডিয়াম পুরোপুরি সুসজ্জিত হয়নি। যদিও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দাবি, কাপ যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।
শোনা যাচ্ছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামকে মডিউলার স্টেডিয়াম বানানো হচ্ছে। যেখানে একসঙ্গে ৩৪ হাজার দর্শক গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন। তিন মাসের মধ্যে এই স্টেডিয়াম সংস্করণের কাজ পূর্ণ হওয়ার কথা। ম্যানহাটন থেকে ৩০ মাইল পূর্বে এই ভেন্যু। যাতায়াত এবং পার্কিংয়ের ক্ষেত্রেও থাকছে বিশেষ সুবিধা। ওই ভেনু থেকে তিনটি রেল স্টেশন কাছে। অর্থাৎ সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া থাকছে বিশেষ অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা। ফ্যান জোন। বিভিন্ন ধরনের খাবার ও পানীয় জলের আউটলেট। অত্যাধুনিক মিডিয়া সেন্টার ও ব্রডকাস্টার রুম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.