Advertisement
Advertisement
IND vs PAK

নষ্টই হবে আট লাখি টিকিট! বৃষ্টিতে ভেস্তে যেতে পারে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ

রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

IND vs PAK match of T20 World Cup may washout
Published by: Sulaya Singha
  • Posted:June 7, 2024 2:48 pm
  • Updated:June 7, 2024 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তার পরই আবার ক্রিকেটের ২২ গজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারত-পাকিস্তান (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। কিন্তু মাঠে বড় গড়ানোর আগেই দুঃসংবাদ দিল স্থানীয় আবহাওয়া দপ্তর। রবিবাসরীয় ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে বৃষ্টির চোখরাঙানিতে।

মার্কিন মুলুকে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) নিয়ে খুব একটা উৎসাহ দেখা যায়নি। আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ, সব ম্যাচেই কার্যত খাঁ খাঁ গ্যালারি। তবে ভারত-পাক ম্যাচ সবসময়ই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন সমর্থকরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেটে ফেলেছেন। এই ম্যাচের ন্যূনতম টিকিটমূল্য ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা। প্যাভিলিয়ন ও বাউন্ডারি আসনের টিকিটের দাম আনুমানিক দেড় লক্ষ টাকা। টিকিটের মূল্য সর্বোচ্চ কর্নার ও ডায়মন্ড ক্লাবে। প্রায় ৮ লক্ষ টাকা।

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার চালাতে বহুমত, দেশ চালাতে সর্বমত’, NDA’র নেতা নির্বাচিত হয়ে জোট বন্দনায় মোদি]

কিন্তু রোহিত বনাম বাবর ব্রিগেডের ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৯ জুন স্থানীয় সময় বেলা ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর আধ ঘণ্টা পর ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ বৃষ্টি হতে পারে। তার পর থেকে বৃষ্টির হার খানিকটা কমে ৩০ শতাংশ হতে পারে। এর অর্থ, নির্ধারিত ম্যাচের পুরো সময়টাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তা একটা সময়ের পর তা না থামলে ভেস্তেও যেতে পারে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ।

আয়ারল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে রোহিতের ভারত। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে পরাস্ত হয়েছেন বাবররা। তার পর থেকেই তোপে মুখে পাক দল। এর মাঝেই অনিশ্চিত হয়ে পড়ল ভারত-পাক ম্যাচ।

[আরও পড়ুন: দিল্লিতে পা রাখতেই তাড়া করল চড় কাণ্ডের ‘অভিশাপ’! ক্যামেরা দেখেই মুখ ফেরালেন কঙ্গনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement