Advertisement
Advertisement

Sourav Ganguly, Asia Cup 2023: ‘মাদার অফ অল ব্যাটল’-এ কোন দল এগিয়ে? জবাব দিলেন মহারাজ

ফেভারিট দল জানিয়ে দিলেন মহারাজ।

IND vs PAK, Asia Cup 2023: Sourav Ganguly on Team India opening clash against Pakistan। Sangbad Pratidin

মহারণে এগিয়ে কোন দল? জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 25, 2023 11:05 am
  • Updated:August 29, 2023 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ভারত (Team India) বনাম পাকিস্তান (Pakistan) মহারণ নিয়ে অনেক আগে থেকেই উত্তেজনা তুঙ্গে। তবে ১৪ অক্টোবরের আগে বাইশ গজের যুদ্ধে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে আয়োজিত হবে ‘মাদার অফ অল ব্যাটল’। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam) দলের এই ডুয়েল নিয়ে পারদ ক্রমশ চড়ছে।

মেগা ফাইটে এগিয়ে কোন দল, দুই দলের কোথায় শক্তি, কোথায় দুর্বলতা তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা। এবার ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisement

[আরও পড়ুন: চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখে কীভাবে সেলিব্রেশন করলেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিও]

ভারতকে একটু এগিয়ে রাখলেও লড়াই ৫০-৫০ বলে মনে করেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কে ফেভারিট তা আমার পক্ষে বলা মুশকিল। দুটোই ভাল দল টিম। পাকিস্তান ভাল। ভারতও খুব ভাল। তাই কোনও দলই আমার ফেভারিট নয়। যারা ভাল খেলবে, তারাই জিতবে।”

৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের ফরম্যাটে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে এবার এশিয়া সেরা হওয়ার লড়াই। ৬টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখান থেকে ২টি করে দল পরের রাউন্ডে যাবে। আর সেরা দুটি দল পৌছবে ফাইনালে। সবকিছ ঠিকঠাক থাকলে মোট তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে এবার এশিয়া কাপে।

একনজরে ১৭ জনের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা

ব্যাক আপ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

[আরও পড়ুন: মেগা ইভেন্টে রোহিতের সঙ্গে জুটি কতটা জমবে? জবাব দিলেন শুভমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement