নিউজিল্যান্ড: ২৫৯/১০ (ডেভন ৭৬, রাচিন ৬৫, ওয়াশিংটন ৫৯/৭)
ভারত: ১৬/১ (যশস্বী ৬*, শুভমান ১০*, টিম সাউথি ৪/১)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু টেস্ট(IND vs NZ) হারের ‘বদলা’ কি পুণেতে হবে? অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা। প্রথম দিনের শেষে অবশ্য বোলারদের পারফরম্যান্স হাসি ফোটাবে কোচ গৌতম গম্ভীরের মুখে। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরের ফর্ম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই ৭ উইকেট তুলে নিলেন তিনি। তাঁর ঘূর্ণিতে বন্দি হয়ে গেলেন রাচিন রবীন্দ্ররা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেমে গেল ২৫৯ রানে। জবাবে ভারতের রান ১ উইকেট হারিয়ে ১৬।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম। শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের দুই পেসার জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। অবশেষে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনতেই সাফল্য পায় ভারত। টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। তার পরই শুরু হয় সুন্দরের ম্যাজিক। সেই সময়ে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল মিলে নিউজিল্যান্ডকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিলেন ওয়াশিংটন সুন্দর। অথচ এই টেস্টে সুযোগ পাওয়ার কথাই ছিল না তাঁর। এমনকী প্রথম টেস্টের মূল স্কোয়াডেও ছিলেন না। আচমকাই তাঁকে দলে নিয়ে আসা হয়। অনেকে মনে করেছিলেন বেঙ্গালুরুতে হেরে ‘প্যানিক’ করে তাঁকে ডাকা হয়েছে। কিন্তু সেটাই মাস্টারস্ট্রোক হয়ে গেল পুণেতে। ৫৯ রান দিয়ে তুলে নিলেন ৭ উইকেট। সঙ্গে ৬৪ রান দিয়ে ৩ উইকেট পেলেন অশ্বিন। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ২৫৯ রানে। জবাবে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১৬। বড় রানের লক্ষ্যে ভরসা হতে পারত রোহিত শর্মার চওড়া ব্যাট। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু টিম সাউথির বলে বোল্ড হয়ে গেলেন তিনি। দিনের শেষে অপরাজিত শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। কাল ব্যাটাররা কত বড় লক্ষ্য দিতে পারেন, তার উপর নির্ভর করছে ভারতের এই টেস্টের ভাগ্য।
Stumps on Day 1 of the 2nd Test.#TeamIndia trail by 243 runs in the first innings.
Scorecard – https://t.co/3vf9Bwzgcd… #INDvNZ @IDFCFIRSTBank pic.twitter.com/diCyEeghM4
— BCCI (@BCCI) October 24, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.