ভারতীয় টেস্ট দল। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে(IND vs NZ) মাত্র ৪৬ রানে অলআউট। লজ্জার হার। সবমিলিয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে ভারত। তাই ঘুরে দাঁড়াতে এবার সেই পুরনো দাওয়াই টিম ইন্ডিয়ার ভরসা। ঘূর্ণি পিচে বিপক্ষকে ধরাশায়ী করার সেই ফর্মুলাই ফের কাজে লাগাতে চলেছে রোহিত ব্রিগেড। সূত্রের খবর, পুণে টেস্টে ভারতীয় দলের দাবি, ঘাস ছেঁটে একেবারে স্পিন সহায়ক উইকেট তৈরি করতে হবে।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছিল টিম ইন্ডিয়া। তার পর দ্বিতীয় ইনিংসে পন্থ-সরফরাজদের লড়াই সত্ত্বেও বেঙ্গালুরু টেস্টে হারতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট ম্যাচ হারতে হয়েছে রোহিতদের। তার পর থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার অঙ্ক খানিকটা কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে।
বাংলাদেশ সিরিজের পর ভারতের পয়েন্ট শতাংশ ছিল ৭৪.২৪। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে সেটা এক ধাক্কায় নেমে এসেছে ৬৮.০৬ পয়েন্ট শতাংশে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই ১২টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ভারতের। জিতেছে ৮টি, হেরেছে তিনটি। ড্র করেছে একটি টেস্ট। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট শতাংশ ৬২.৫০। ফলে ভারতের হারে অজিদের সুবিধাই হল।
আপাতত ভারতের হাতে এখনও সাতটা টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ছাড়াও আছে বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট। এহেন পরিস্থিতিতে পরের দুটো টেস্ট জিততে মরিয়া মেন ইন ব্লু। সেই জন্যই তিন স্পিনার নিয়ে ঘূর্ণি পিচে নামতে চান রোহিতরা। সূত্রের খবর, কালো মাটিতে তৈরি হয়েছে পুণের পিচ। ফলে বেঙ্গালুরুর মতো অতো বাউন্স থাকবে না। এছাড়াও ঘাস ছেঁটে ফেলে নেড়া পিচ তৈরি হচ্ছে। মূলত ধীর গতির ঘূর্ণি পিচে কিউয়িদের ধরাশায়ী করতে চাইছেন রোহিতরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। পছন্দের পিচে কি ঘুরে দাঁড়াতে পারবেন রোহিতরা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.