Advertisement
Advertisement
IND vs NZ

বেঙ্গালুরুর পর পুণেতেও ব্যাটিং বিপর্যয়, কিউয়িদের ঘূর্ণিতে মাত্র ১৫৬তে শেষ বিরাটরা

প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে ভারত।

IND vs NZ: Team India all out on 156, Mitchell Santner takes 7 wickets
Published by: Anwesha Adhikary
  • Posted:October 25, 2024 11:47 am
  • Updated:October 25, 2024 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণি পিচে বিপক্ষকে কাবু করার ছক ছিল। কিন্তু স্পিনের গোলকধাঁধায় দিশেহারা হয়ে পড়ল টিম ইন্ডিয়াই। শুক্রবার সকালে এক সেশনে আউট হলেন ভারতের ৬জন ব্যাটার। মধ্যাহ্নভোজের পরেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। ১৫৬ রানে অলআউট হয়ে গেলেন বিরাট কোহলিরা। ভারতের মাটিতে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট তুলে নিলেন কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার।

বেঙ্গালুরুতে হারের বদলা নিতে পুণেতে ধীর গতির ঘূর্ণি পিচ তৈরি করা হয়েছিল। টেস্টের প্রথম দিনে ভারতের মুখে হাসি ফোটায় ওয়াশিংটন সুন্দরের ফর্ম। ৭ উইকেট তুলে নেন তিনি। তবে প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভার‍ত। আশা ছিল, শুক্রবার সকাল থেকে ইনিংসের হাল ধরবেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। কিন্তু ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন দুজনেই।

Advertisement

দুই তরুণ ব্যাটার ছাড়াও চূড়ান্ত ব্যর্থ বিরাট। এদিন জঘন্য শট খেলে মাত্র ১ রানে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, ৯৯ রানের ইনিংস খেলা ঋষভ পন্থ- ঘূর্ণির সামনে টিকতে পারেননি কেউই। যথাক্রমে ১১ এবং ১৮ রানের ইনিংস খেলেন তাঁরা। আগ্রাসী মেজাজে শট খেলতে গিয়েই উইকেট ছুড়ে দেন দুজনে। মাত্র ৪ রান করেন রবিচন্দ্রন অশ্বিন।

মধ্যাহ্নভোজের বিরতি শেষ হওয়ার পরে আগ্রাসী মেজাজে রান তোলার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। তবে সেই প্রয়াস বেশিক্ষণ টেকেনি। ৩৮ রান করে আউট হন জাদেজা। প্রথম ইনিংসে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ১৮ রান করে অপরাজিত থাকেন সুন্দর। স্যান্টনারের সাত উইকেটের পাশাপাশি এদিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন গ্লেন ফিলিপসও। তুলে নিয়েছেন জোড়া উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে ভারত। পুণের ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কি টেস্ট জিততে পারবে ভার‍ত? নাকি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ(IND vs NZ) পকেটে পুরবে কিউয়িরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement