Advertisement
Advertisement
IND vs NZ

মুম্বই টেস্টে জাদেজার ৫, সুন্দর ঘূর্ণিতে ২৩৫-এ বন্দি নিউজিল্যান্ড, মান রাখতে পারবেন ব্যাটাররা?

একটি উইকেট পেয়েছেন আকাশ দীপ।

IND vs NZ: Ravindra Jadeja and Washington Sundar shine in Mumbai Test
Published by: Arpan Das
  • Posted:November 1, 2024 3:24 pm
  • Updated:November 1, 2024 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই টেস্টে (IND vs NZ) প্রথম একাদশে নেই বুমরাহ। উইকেট তুলবেন কে? যতক্ষণ জাদেজা-ওয়াশিংটনদের হাতে বল ঘুরবে, ততক্ষণ চিন্তা কীসের! পুণেতে ভেলকি দেখিয়েছিলেন সুন্দর, ওয়াংখেড়েতে জ্বলে উঠলেন জাদেজা ও সুন্দর, দুজনেই। তাঁদের যুগলবন্দিতে নিউজিল্যান্ডের ইনিংস থামল ২৩৫ রানে। জাদেজা পেলেন ৫টি উইকেট, সুন্দরের শিকার ৪টি। একটি উইকেট পেয়েছেন আকাশ দীপ। এবার ব্যাটারদের হাতেই এই টেস্টে ভারতের ভবিষ্যৎ।

আগের দুটি টেস্টে হার। চুনকামের লজ্জা ধাওয়া করছে ভারতকে। মুম্বইয়ে সেই লজ্জা এড়ানোর জন্য যে দল নামাল, তাতে নেই জশপ্রীত বুমরাহ। সেই দুশ্চিন্তা ঘোচানোর জন্য অবশ্য জাদেজা-সুন্দররা আছেন। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম। প্রথম ধাক্কাটা দেন বাংলার পেসার আকাশ দীপ। কিউয়িদের ১৫ রানের মাথায় আউট করেন ডেভন কনওয়েকে।

Advertisement

তার পর ধারাবাহিক ব্যবধানে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। সৌজন্যে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। পুণেতে দুই ইনিংস মিলিয়ে সুন্দর পেয়েছিলেন ১৩ উইকেট। এদিন প্রথম ইনিংসে তাঁর শিকার ৪ জন। যাঁর মধ্যে আছেন টম লেথাম, রাচীন রবীন্দ্র, ডেরিল মিচেল ও আজাজ প্যাটেল। অন্যদিকে জাদেজা তুললেন ৫টি উইকেট। তাঁর ঘূর্ণিতে ফিরলেন উইল ইয়ং, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি।

নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে একমাত্র উইল ইয়ং (৭১) ও ডেরিল মিচেলই (৮২) পালটা আঘাতের চেষ্টা করেছিলেন। চোট নিয়েও ভারতীয় বোলিংকে সামলানোর চেষ্টা করেন মিচেল। কিন্তু শেষরক্ষা হয়নি। নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৩৫ রানে। এবার ভারতীয় ব্যাটিংয়ের উপরই নির্ভর করছে এই টেস্টের ভবিষ্যৎ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement