Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

‘যশস্বী ভব!’, রেকর্ডে ভাগ বসাতেই তরুণ জসওয়ালকে বিশেষ বার্তা দিলেন শচীন

দ্বিশতরান করতে পারবেন যশস্বী জসওয়াল?

IND vs ENG: Yashasvi Jaiswal joins Sachin Tendulkar in elite list, find out। Sangbad Pratidin

যশস্বী জসওয়ালে মজে রয়েছেন শচীন তেণ্ডুলকর।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 2, 2024 7:43 pm
  • Updated:February 2, 2024 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দুটি শব্দ। ‘যশস্বী ভব’। X হ্যান্ডেলে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) এই বিশেষ বার্তা সোশাল মিডিয়াতে ভাইরাল। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মারমুখী মেজাজে অপরাজিত শতরান। একাকুম্ভ রক্ষা করে ১৭৯ রানে অপরাজিত থাকার সুবাদে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। আর তাই যশস্বীর মারকুটে ব্যাটিং দেখে এভাবেই প্রতিক্রিয়া জানালেন ‘গড অফ ক্রিকেট’। এদিকে এমন মহাকাব্যিক ইনিংস খেলে মাস্টার ব্লাস্টারের রেকর্ডে ভাগ বসালেন টিম ইন্ডিয়ার (Team India) বাঁহাতি ওপেনার।

শতরান করার সুবাদে যশস্বী ভারতের চতুর্থ ব্যাটার, যিনি ২৩ বছরে পা দেওয়ার আগেই দেশে ও বিদেশে তিন অংকের রান করে ফেলেছেন। এই তালিকায় আগে ছিলেন শচীন, রবি শাস্ত্রী (Ravi Shastri) ও বিনোদ কাম্বলি (Vinod Kambli)। এবার সেই তালিকায় নাম লেখালেন ২২ বছরের যশস্বী। শুধু তাই নয়, মজার ব্যাপার হল এই চার ব্যাটারই মুম্বইকর।

Advertisement

[আরও পড়ুন: শেহওয়াগের মতো মারকুটে মেজাজে শতরান! যশস্বীর উত্থানের অজানা গল্প শোনালেন ছোটবেলার কোচ]

 

গত বছরের ১৩ জুলাই। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অভিষেক টেস্টের দ্বিতীয় দিন ১৭১ রান করেছিলেন যশস্বী। ডমিনিকার বাইশ গজে ঘটেছিল ড্রিম ডেবিউ। এর পর সেই বছরের ৩ অক্টোবর নেপালের বিরুদ্ধে এশিয়ান গেমসে করেছিলেন ৪৯ বলে ১০০ রান। আর এবার বেন স্টোকসের দলের বিরুদ্ধে ২৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৬৯.৬৪ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছেন ১৭টি চার ও ৫টি ছক্কা। যদিও তাঁর লক্ষ্য দ্বিশতরান।

দেশের হয়ে এখনও একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেনি। টি-২০ ফরম্যাটে নিজের জাত চিনিয়েছিলেন। ১৭টি টি-২০ ম্যাচে তাঁর রান ৫০২। ১৬১.৯৩ স্ট্রাইক রেট বজায় রেখে করে ফেলেছেন ১টি শতরান ও ৪টি অর্ধ শতরান। এবার এহেন যশস্বী টেস্ট ক্রিকেটেও তাঁর ‘যশ’ ছড়িয়ে যাচ্ছেন। আর তাই তো যশস্বীর ‘যশ’ দেখে তাঁকে শুভেচ্ছা জানালেন শচীন।

[আরও পড়ুন: মারমুখী মেজাজে অপরাজিত ১৭৯, কাকে ধন্যবাদ জানালেন দ্বিশতরান করার স্বপ্নে বিভোর যশস্বী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement