Advertisement
Advertisement
IND vs ENG

বিরাট-রোহিতের কোন রেকর্ডে ভাগ বসিয়ে খবরের শিরোনামে যশস্বী?

বাইশ গজের যুদ্ধে যশস্বীর 'যশ'।

IND vs ENG: Yashasvi Jaiswal becomes third Team India batter to create this record after Rohit Sharma and Virat Kohli। Sangbad Pratidin

রোহিত-বিরাটের পাশে নাম লেখালেন যশস্বী।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 6, 2024 10:09 am
  • Updated:February 6, 2024 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক বছর পর আবার ক্রিকেটপ্রেমীরা কোনও ভারতীয় ওপেনারকে মারকুটে মেজাজে বাইশ গজের যুদ্ধে বিস্ফোরণ ঘটাতে দেখলেন। ঠিক এমনভাবেই তো একটা সময় বোলারদের ধ্বংস করতেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বীরু যেমন চাপের মুখে থাকা ভারতীয় দলকে টানতেন, ঠিক সেই ছকেই যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) বিপক্ষের বোলিংকে বুঝে নিলেন। ডাবল সেঞ্চুরি এল তাঁর আগ্রাসী ইনিংসের সৌজন্যে। ২৯০ বলে ২০৯ রানের সৌজন্যে আরও একটি বিশেষ নজির গড়লেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ডে ভাগ বসালেন বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন: ফের নতুন নজির গড়লেন বুমরাহ, এবার মুকুটে কোন পালক যোগ হল?

বিশাখাপত্তনম টেস্টের (IND vs ENG) আগে পর্যন্ত রোহিত ও বিরাট ছিলেন ভারতের দুই ব্যাটার, যাঁরা টেস্টে ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেলেন যশস্বী। আগেই নেপালের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে করেছিলেন সেঞ্চুরি। আর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান করার সুবাদে যশস্বী হলেন তৃতীয় ব্যাটার, যিনি টি-২০তে সেঞ্চুরি করার পাশাপাশি, টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। ফলে টেস্টে ডাবল সেঞ্চুরি ও টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করার সুবাদে রোহিত ও বিরাটের সঙ্গে জায়গা করে নিলেন যশস্বী।

Advertisement

রোহিত টি-২০ ফরম্যাটে এখনও পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি করেছেন। টেস্টে তাঁর ডাবল সেঞ্চুরির সংখ্যা এক। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ২১২ রান করেছিলেন হিটম্যান। টেস্টে এটাই তাঁর সর্বোচ্চ রান। অন্যদিকে বিরাট টেস্টে সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন। ২০ ওভারের ফরম্যাটে তাঁর সেঞ্চুরির সংখ্যা মাত্র এক। ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রানে অপরাজিত ছিলেন কিং কোহলি।

গত বছরের ১২ জুলাই যশস্বীর (Yashasvi Jaiswal ) টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে। বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলে দেন তিনি। এর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন ২০৯ রান। এর আগে অবশ্য নেপালের বিরুদ্ধে এশিয়ান গেমসে ৪৯ বলে ১০০ রান করেছিলেন এই মুম্বইকর। সেটা ছিল টি-২০ ফরম্যাট। ফলে বোঝাই যাচ্ছে বাইশ গজের যুদ্ধে ‘যশ’ ছড়াতে একেবারে প্রস্তুত যশস্বী।

আরও পড়ুন: ‘নির্বাচকদের গিয়ে জিজ্ঞেস করুন!’, বিরাটকে নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত জবাব দ্রাবিড়ের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement