কোহলি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের তারকা ক্রিকেটারের এহেন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Naser Hussain)। তিনি আরও জানান, কোহলির শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তারকা ব্যাটারের অভাব অনুভূত হবে চলতি টেস্ট সিরিজে বলেই মনে করেন হুসেন।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের হুসেন বলছেন, ”বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। কোহলির মতো ক্রিকেটার না খেললে তা যে কোনও দলের কাছেই বড় ক্ষতি।”
প্রথম দুটো টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। পরবর্তী টেস্ট ম্যাচগুলোয় (IND vs ENG) তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তৃতীয় টেস্টের দল ঘোষণার আগে জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর অনেক আগে থেকেই ছুটির আবেদন করে রেখেছিলেন বিরাট কোহলি। ফলে কোহলিকে নিয়ে চলা জল্পনার অবসান ঘটল।
কোহলি দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন এই খবর আগেই ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি কোহলির বন্ধু এবি ডিভিলিয়ার্স সেই খবরে সিলমোহর দিয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মা সন্তাসম্ভবা। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় সেলিব্রিটি দম্পতি। সেই কারণেই কোহলি নিজেকে সরিয়ে নিয়েছেন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে। নাসের হুসেন বলছেন, ”কোহলির পরিবার ও তাঁর ব্যক্তিগত জীবন অগ্রাধিকার পাচ্ছে। সেই কারণেই সিরিজে নেই বিরাট। এটা ভারতের জন্য বড় ধাক্কা। তবে ভারতে প্রতিভাবান তরুণ ব্যাটারের অভাব নেই। লোকেশ রাহুল চোট পেয়েছে। তবে সব ফরম্যাটে কয়েক মাস ধরে বেশ ভালো খেলে চলেছে রাহুল। কেএল রাহুল ফিরে আসবে এবং ও ফিরে এলে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে।”
কোহলির না থাকা ভারতের জন্য শুধু নয়, ক্রিকেটভক্তদের জন্যও ক্ষতি। তারকা ক্রিকেটারের অনুপস্থিতিকে এভাবেই দেখছেন নাসের হুসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.