সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ রোহিত শর্মা। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটিতে মিশে গিয়েছে ‘বাজবল’। আগ্রাসী মেজাজে খেলেও ২-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড (England)। আর এবার বেন স্টোকসের (Ben Stokes) দল রাজকোটে ৪৩৪ রানে হারতেই আসরে নেমে পড়েছে ব্রিটিশ মিডিয়া। সাহেব সাংবাদিকদের বাঁকা প্রশ্ন শুনে মেজাজ ঠিক রাখতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। জো রুট (Joe Root)-জেমস অ্যান্ডারসনদের (James Anderson) দেশের সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক।
রাজকোটের বাইশ গজে রাজত্ব করার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন হিটম্যান। সেখানে একজন ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করে বসেন, ‘আপনারা তো র্যাঙ্ক টার্নার বানিয়ে টেস্ট জিতেছেন!’ প্রশ্ন শেষ হওয়ার আগেই চটে যান রোহিত। রেগে গিয়ে বলেন, “আমরা স্পোর্টিং উইকেটে একাধিক ম্যাচ জিতেছি। সেটা ভুলে যাবেন না। আবার আমরা স্পিন পিচেও দাপট দেখিয়েছি। আসল কথা হল আমরা নিজেদের শক্তির উপর দল গড়ে মাঠে নামব। এখানে কারও কিছু বলার নেই।”
ক্ষোভে ফুঁসতে থাকা রোহিতকে আটকে রাখাই যাচ্ছিল না। তিনি ফের যোগ করেন, “ঘরের মাঠে নিজেদের পছন্দমতো পিচ সবাই তৈরি করে। কারণ কোনও দল নিজের দেশে হারতে চায় না। তবে একটা কথা মনে রাখবেন পিচ কেমন হবে সেটা নিয়ে আমরা একেবারেই নাক গলাই না। র্যাঙ্ক টার্নার হবে নাকি স্পোর্টিং পিচ হবে সেটা আমাদের ভাবনার বিষয় নয়। তাছাড়া রাজকোট টেস্ট শুরু হওয়ার মাত্র দুদিন আগে আমরা এখানে এসেছি। মাত্র দুদিনে র্যাঙ্ক টার্নার বানিয়ে ফেলা যায়!”
গত কয়েক বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে একাধিক টেস্ট জিতেছে ভারতীয় দল। ২০২০-২১ মরশুমে তো বিরাট কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ফিরেছিলেন অজিঙ্কা রাহানে-ঋষভ পন্থরা। সেই তথ্য তুলে রোহিতের প্রতিক্রিয়া, “মনে রাখবেন শুধু দেশ নয় আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় গিয়েও টেস্ট জিতেছি। লর্ডস, ব্রিসবেন, কেপটাউনে কেমন পিচ হয় সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।”
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট (IND vs ENG)। এর পর রাঁচি থেকে দল চলে যাবে ধরমশালায়। ৭ মার্চ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলে একাধিক তারকা নেই। এমন অবস্থায় কি রোহিতের ভারত সিরিজ জিততে পারবে? অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.