Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

ডবল সেঞ্চুরি করা যশস্বী নন, এই তরুণ তারকার উপর বাজি ধরলেন সৌরভ

কার দিকে গেল সৌরভের ভোট?

IND vs ENG: Sourav Ganguly feels Sarfaraz Khan is good example for budding cricketers। Sangbad Pratidin

সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 20, 2024 1:35 pm
  • Updated:February 20, 2024 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (IND vs ENG) ফর্মের তুঙ্গে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৩টি টেস্টের ৬ ইনিংসে ৫৪৫ রান করে শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। সর্বাধিক অপরাজিত ২১৪ রান। গড় ১০৯। স্ট্রাইক রেট ৮১.০১। সঙ্গে রয়েছে দুটি ডবল সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু যশস্বী নন, বরং রাজকোটে অভিষেক ঘটানো সরফরাজ খানকে (Sarfaraz Khan) এগিয়ে রাখলেন।

দুই তরুণ মুম্বইকরের প্রসঙ্গ উঠলে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “যশস্বী জয়সওয়াল দারুণ ক্রিকেটার। ও দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারবে।” বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ২৯০ বলে ২০৯ রান করেছিলেন যশস্বী। স্ট্রাইক রেট ছিল ৭২.০৬। ইনিংস ১৯টি চার ও ৭টি ছক্কা দিয়ে সাজানো ছিল। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেছিলেন তিনি। এর পর রাজকোট টেস্টেও ধারাবাহিকতা দেখিয়েছিলেন যশস্বী। প্রথম ইনিংসে ১০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তাঁকে আর আটকে রাখা যায়নি। ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ওপেনার। ৯০.৬৭ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন ১৪টি চার ও ১২টি ছক্কা।

Advertisement

[আরও পড়ুন: ‘দঙ্গল কন্যা’ সুহানির স্মরণসভায় কান্না কুস্তিগির ববিতার, ছবি হল ভাইরাল]

Yashasvi Jaiswal and Sarfaraz Khan
দুই তরুণ যশস্বী-সরফরাজের দাপটে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ড। ছবি: X হ্যান্ডেল

এদিকে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৭২ রান যোগ করেন সরফরাজ। এরইমধ্যে চতুর্থ ভারতীয় হিসেবে অভিষেকের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে ফেলেন ডানহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এর পর দ্বিতীয় ইনিংসেও সরফরাজকে একইরকম মারকুটে মেজাজে দেখা যায়। ৭২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন এই মুম্বইকর।

সেই ইনিংস দেখার পর বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ফের যোগ করেন, “ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পর, অভিষেক টেস্টে সরফরাজ ভালো পারফরম্যান্স করেছে। তবে এবার ওকে বিদেশেও রান করতে হবে। আমার ধারণা ও বিদেশেও সাফল্য পাবে। কারণ ওর মধ্যে লড়াই করার খিদে রয়েছে। যেটা দেখে আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হতেই পারে।”

রাজকোটে ৪৩৪ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে শুরু হবে চতুর্থ টেস্ট। সেখানেও কি দুই মুম্বইকর জ্বলে উঠবেন? সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘তোমার থেকে শেখেনি যশস্বী, জীবন থেকে ও শিক্ষা নিয়েছে’, ডাকেটের সমালোচনায় হুসেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement